তালিবানের সঙ্গে আলোচনা চলছে শান্তিপূর্ণ মিটমাটের😼। এরই মাঝে ফের একবার 'যুদ্ধে'র হুঙ্কার ছাড়লেন পঞ্জশিরের 'শের' আহমদ শাহ মাসুদের পুত্র আহমদ মাসুদ। মাসুদের স্পষ্ট বক্তব্য, পঞ্জশির আত্মসমর্পণ কর🉐বে না। যদিও মাসুদ বলেন যে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত চান না। সংবাদ সংস্থা রয়টার্স এবং দুবাই ভিত্তি আপবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মাসুদ অবশ্য স্পষ্টকরে দেন যে তিনি তাঁ বাবার দেখানো পথেই হাঁটবেন এবং তালিবানের কাছে মাথা নত করবেন না।
গতকাল থেকেই তালিবান-൲মাসুদ আলোচনা নিয়ে জ🥂ল্পনা তুঙ্গে চড়েছে। বিভিন্ন মাধ্যমে এও দাবি করা হয় যে হক্কানি নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে যে মাসুদ তালিবানি আনুগত্য মেনে নিয়েছেন। এরই মাঝে রবিবার মাসুদ বলেন, 'আমাদের দাবি মেনে না নিলে যুদ্ধ অনিবার্য।' তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে আরও বলেন, 'বিদ্রোহী যোদ্ধারা শুধুমাত্র পঞ্জশিরের জন্যে লড়ছে না, তাঁরা গোটা আফগানিস্তানের জন্য লড়ছে।'
মাসুদ জানান যে বর্তমানে বিভিন্ন প্রদেশ থেকে যোদ্ধারা এসে পঞ্জশিরে ঘাঁটি গেড়েছেন। থালিবানের বিরুদ্ধে শুধু পঞ্জশির হাতিয়ার তোলেনি, আফগানিস্তানের আরও বিভিন্ন জনজাতি এই যুদ্ধে নাম লিখিয়েছে। তাজিক, উজবেক, হাজারা থেকে পস্তুন, সকܫল জনজাতি তালিবান বিরোধিতায় নেমেছে। তবে তিনি এও দাবি করেন যে সামনের দিকে এগিয়ে যেতে আলোচনাই একমাত্র উপায়।
এদিকে দুবাই ভিত্তিক টিভি চ্যানেলকে মাসুদ বলেছেন, 'এমন কোনও সরকারে আমার আপত্তি নেই যেখানে তালিবানও অংশ নিচ্ছে। তবে তালিবান যদি সর্বগ্রাসী শাসন ব্যবস্থা স্থাপ করে, তবে আন্তর্জাতিক মহলের সেই সরকারকে স্বীকৃতি দেওয়া উচিত হবে না। কাবুলের সরকারে আফগানিস্তানে বসবাসরত সকল জনজাতির অংশগ্রহণ প্রয়োজন।' জানা গিয়েছে মাসুদ তালিবানের কাছে গণতন্ত্র♏ স্থাপনের দাবি করেছেন। তা না মানা হলে যুদ্ধ অনিবার্য।