দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৯ লক্ꦦষ টাকার সোনা পাচারের অভ﷽িযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। জেদ্দা থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৯৯২-তে চেপেছিলেন তিনি। এদিকে বিমানে তিনি কোনও রিফ্রেশমেন্টে অংশ নিতে চাননি।এসব নিয়ে সন্দেহ দানা বাঁধছিল। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
এদিকে তাকে দীর্ঘ জেরা করা হয়েছিল বিমানবন্দরে। শেষ পর্যন্ত তিনি স্বীকার করে নেন যে তার মলদ্বাꦇরে সোনা লুকনো আছে। সেকারণেই তিনি জল খাচ্ছিলেন না। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি সাড়ে পাঁচ ঘণ্টার ফ্লা🐻ইটে সমস্ত জলখাবার প্রত্যাখ্যান করেছিলেন। ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রত্যেক যাত্রীকে জল খেতে দিলে তিনি প্রথমে জল খেতে অস্বীকার করেন। ওই যাত্রী তাকে দেওয়া সমস্ত খাবার এবং পানীয়ও প্রত্যাখ্যান করেছিলেন। তার আচরণে সন্দেহ হওয়ায় ফ্লাইট অ্যাটেনডেন্ট ক্যাপ্টেনক♉ে অবহিত করেন, যিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যাত্রীর সন্দেহজনক আচরণ সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেন।
এয়ার ইন্ডিয়ার বিমানট𒁃ি দিল্লিতে নামার পর নিরাপত্তারক্ষীরা ওই যাত্রীর ওপর কড়া নজর রাখেন। তিনি গ্রিন কাস্টমস ক্লিয়ারেন্স চ্যানেল দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয়েছিল।
জিজ্ঞাসাবাদে ওই🍎 ব্যক্তি স্বীকার করেন, তার মলদ্বারে সোনা লুকানো ছিল। ৬৯ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার পেস্টটি চারটি ডিম্বাকৃতি ক্যাপসুলের আকারে লুকানো ছিল।
যুগ্ম কমিশনার (কাস্টমস) মনিকা যাদব জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার যাত্র𓆉ীর কাছ থেকে ১০৯৬.৭৬ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। জেদ্দা থেকে স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করায় শুল্ক আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কেবিন ক্রুদের নির্দেশ দেওয়া হয়েছে, যে যাত্রীরা দীর্ঘ ফ্লাইটে সমস্ত খাবার এবং পানীয় 🍷প্রত্যাখ্যান করেন কারণ সন্দেহ করা🔜 হচ্ছে যে তারা তাদের দেহে সোনা পাচার করতে পারে।
চলতি বছরের গোড়ায় চেন্নাই বিমানবন্দরের একটি স্যুভেনির শপকে ঘিরে নানা প্রশ্ন ওঠে।🍬 শ্রীলঙ্কার সোনা পাচার চক্রের অন্যতম মাথা ছিল এই দোকানটি। দোকানের মালিক মহম্মদ সাবির ꦅআলী নামে এক ইউটিউবারকে স্বর্ণ পাচারে সহায়তা করার জন্য নিয়োগ করেছিল সিন্ডিকেট। দু'মাসের ব্যবধানে ১৬৭ কোটি টাকা মূল্যের ২৬৭ কেজি সোনা পাচারে সহায়তা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল।