বিগত বেশ কয়েকদিন ধরেই লাগাতার বিজেপিতে ভাঙন ধরিয়ে আ𝓡সছে সমাজবাদী পার্টি। এই আবহে এবার সমাজবাদী পার্টির ‘ফার্স্ট ফ্যামিলিতে’ ভাঙন ধরিয়ে পাল্টা অঙ্ক কষতে পারে বিজেপি। জানা গিয়েছে, মুলায়꧅ম সিংয়ের কনিষ্ঠ পুত্রবধূ অপর্ণা যাদবে দলে নিতে পারে বিজেপি। এর আগে অপর্ণা বিষ্ট যাদব ২০১৭ সালে লখনউয়ের ক্যান্ট আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর্ণা ছাড়া সমাজবাদী পার্টির আরও অনেক নেতা গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে জানা গিয়েছে।
অপর্ণ🅷া এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের সাথে দেখা করেন। তাছাড়া ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীর প্রশংসা করে চলেছেন। সম্প্রতি অপর্ণা বিষ্ট যাদবকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও দিয়েছে যোগী সরকার।
এর আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জ🍰ন্য ১১ লাখ টাকা দান করেছিলেন অপর্ণা যাদব। অপর্ণা যাদব বলেছিলেন, ‘আমি স্বেচ্ছায় এটা করেছি। আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারি না। অতীত কখনই ভবিষ্যত নয়। রাম ভারতের চরিত্র, সংস্কার এবং সকলের বিশ্বাস।’
এদিকে রাম মন্দির নির্মাণের জন্য মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ১১ লক্ষ টাকা দেওয়ায় সেই অনুদান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ 𒈔যাদব বলেছিলেন যে যারা সুযোগ খোঁজে তারা বিপর্যয়ের মধ্যে সুযোগ খুঁজে পেয়েছে। অখিলেশ বলেছিলেন যে বিজেপি তাঁর দেওয়া দক্ষিণা মেনে নেয়নি। আমরাও রাম মন্দিরের জন্য দক্ষিণ🐽া দিচ্ছি।