মুম্বইয়ের একটি কুরিয়ার কোম্পানিকে বলা হয়েছিল দামী প্রসাধনী সামগ্রী কলকাতায় পৌছে দিতে। সেই প্রসাধনী সামগ্রী অপর একজনের মাধ্যমে কলকাতায় পাঠাচ্ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল মুম্বইয়ের একটি কুরিয়ার সংস্থাকে মুম্বই থেকে ওই সামগ্রী ও সাংসদের সুটকেস কলকাতায় পৌঁ🍨ছে 🍌দেওয়ার জন্য় দেওয়া হয়েছিল। ওই সংস্থার তরফে জানানো হয়েছিল ৪ মের মাধ্যমে সব পৌঁছে যাবে। কিন্তু দিন পেরিয়ে যাওয়ার পৌঁছায়নি সেই সামগ্রী। পৌঁছায়নি সুটকেস।
এদিকে সাংসদের সঙ্গী ভোলানাথ দে এনিয়ে ৫ 🐭জুলাই কলকাতার তালতলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। এই ঘটনার পেছনে কারা জড়িত তার খোঁজ শুরু হয়। এরপর শনিবার দুপুরে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গুড্ডু সিং, দীপা🍌ঞ্জন সেন ও অঙ্কিত সিং।
এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী ছিল। ৩০ এপ্রিল কুরিয়ার কোম্পানির তরফে তা মুম্বইয়ের এলটিটি স্টেশনে নিয়ে আসা হয়। তারপর তা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মাধ্যমে শালিমার স্টেশনে পৌঁছনর কথ🅠া হয়েছিল।কিন্তু ট্রেন যথারীতি শালিমার স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু সুটকেস বা প্রসাধন সামগ্রীর কোনও খোঁজ নেই। গেল কোথায় ওই মূল্যবান সামগ্রী? তবে কি মাঝপথেই হাওয়া করে দেওয়া হল ওই সামগ্রী? তদন্ত চালাচ্ছে পুলিশ।