বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের হাল ধরেছেন মহম্মদ ইউনুস। কিন্তু সেই বাংলাদেশে এখন জিনিসপত্রের দাম একেবারে আকাশছোঁয়া। মহা সম🍸স্যায় পড়ে গিয়েছেন সাধারণ। পেঁপে থেকে ডিম এক🙈েবারে হাত দেওয়া যাচ্ছে না। এদিকে ডিমের দাম ক্রমশ বাড়ছে।
শনিবার পর্যন্ত বাংলাদেশে ডিমের দাম ছিল একডজনের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। কলকাতায় যখন ডিমের ডজন ৭০ থেকে ৭৫ টাকা। 🍰তখন বাংলাদেশে ডিমের ডজন ১৮০ থেকে ১৯০ টাকা প্রতি ডজন।
এদিকে সূত্রের খবর, ভারত থেকে ডিম নিয়ে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। ভারত থেকে অন্তত চার কোটি ডিম নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার। তবে বাংলাদেশে রোজ অন্তত সাত কোটি ꦆডিম লাগে। সেক্ষেত্রে চার কোটি ডিম দিয়ে কী হবে সেটাই 🌞বোঝা যাচ্ছে না।
তবে এবার বাংলাদেশে ডিমের দাম বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাপ্লাই নেই তো, ডিম পাঁচ কোটি লাগে। ডিম কি ম🌸েশিন দিয়ে তৈরি করব? আড়ৎদাররা ডিম বন্ধ করে দিয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখা হচ্ছে বিষয়টি।
কার্যত যত ডিম প্রয়োজন তত ডিমের যোগান নেই বাংলাদেশে। যার জেরে ডিমের দাম একেবারে হু হℱু করে বাড়ছে। ডিমের আকাল লেগে গিয়েছে বাংলাদেশে। যোগান আর চাহিদার মধ্য়ে কোথাও কোনও মিল নেই। যার জেরে ডিমের দাম ক্রমশ বাড়ছে।
তবে শুধু ডিমের দামই নয়, বাংলাদেশে পেঁপের দা𓃲ম শুনলে পিলে চমকে যাবে। বাংলাদেশে পেঁপের দাম ১০০ টাকা প্রতি কেজি। এদিকে আন্দোলনের জেরে দেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপর কতটা ভালো রয়েছে বাংলাদেশ তা নিয়ে নানা চর্চা।
তবে য꧃েভাবে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে মহা সমস্যায় পড়েছ♕েন সাধারণ মানুষ।
এ🐼দিকে বাংলাদেশে সদ্য মিটেছে দুর্গাপুজো। কেমন হয়েছে এবা𓂃রের পুজো। সেটাও জানিয়েছে ইউনুস সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর ভারতের বিদেশমন্ত্রক এক▨টি বিবৃতি দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার হিন্দু ও সংখ্য়ালঘুদের সুরক্ষা দিতে ও তাদের পুজোর স্থানের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। সেই সঙ্গে ভারত সরকারের বিবৃতিতে মন্দির ও মূর্তি ভাঙা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল তা ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ সরকার। কার্যত, বাংলাদেশে হিন্দুদের উপর একের পর এক আক্রমণের অভিযোগ উঠেছিল। এবার এনিয়ে মুখ খুলল বাংলাদেশের বিদেশমন্ত্রক।