উলটো পালটা ফোন কলে, মেসেজে বিব্রত মোবাইল গ্রাহকরা। তবে এবার বাঁচার পথ আসছে। এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ( TRAI) ডু নট ডিসটার্ব অ্যাপে নতুন করে বাগ রাখার পরিকল্পনা নিচ্ছে। ট্রু কলারের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে 😼উপস্থিত ছিলেন ট্রাই সচিব ভি রঘুননন্দন। তিনি জানিয়েছেন, ডু নট ডিসটার্ব অ্য়াপে একটি বিশেষ বাগ সংযুক্ত করা হবে। এর জেরে গ্রাহকদের যে টেকনিকাল সমস্য়াগুলি রয়েছে সেগুলি মেটানো সম্ভব হবে।
রঘুনন্দন জানিয়েছেন, আমরা একটা এজেন্সির সঙ্গে গাঁটছড়া বাঁধছি। তারা অ্য়াপে বাগ সংযুক্ত করবেন। আসলে অ্য়া💞ন্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন তাদের নানা সমস্যা হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্য়ে যাতে সমস্ত অ্য়ান্ড্রয়েড ব্যবহারকারীদের এই পরিষেবা দেওয়া যায় তার সব চেষ্টা চলছে। খবর এনডিটিভি সূত্রে।
আসলে ট্রাইয়ের যে অ্যাপ রয়েছে মানে DND অ্যাপ তাতে নানা সমস্য়াও হয়। অর্থাৎ স্প্যাম কল ও এসএমএস নিয়ে রিপোর꧑্ট করতে গেলে নানা ধরনের সমস্য়া দেখা দেয়। তবে এই নয়া বাগের মাধ্যমে সেই সমস্য়া অনেকটাই কমবে। এবার অনায়াসে এই সমস্ত অবাঞ্ছি🌃ত কল নিয়ে রিপোর্ট করা যাবে।
তিনি জানিয়েছেন এই বিশেষ ব্যবস্থাটা কার🍰্যকরী হলে স্প্যাম কল, স্প্য়াম এসএমএসের হ🎉াত থেকে ব্য়বহারকারীরা অনেকটাই মুক্ত হবেন।
এদিকে ভোডাফোন-আইডিয়া নেটওয়ার্কে ফ্রড 🐼কল আটকাতে পাইলট প্রজꦏেক্ট করা হয়েছিল।
ট্রাই সচিব ভি রঘুননন্দন জানিয়েছেন,পাবলিক অথবা প্রাইভেট একটা এজেন্সি সমস্ত সুরক্ষার ব্যবস্থা করাটা🧔 খুব সমস্য়ার। ট্রু কলারের সিইও ও সহ প্রতিষ্ঠাতা আলান মামেদি জানিয়েছেন, কোম্পানির হাতে ২৭০ মিলিয়ন অ্য়াক্টিভ ইউজার্স রয়েছেন। সব মিলিয়ে রোজ এই প্লাটফর্মের মাধ্য়মে ৫ মিলিয়ন স্প্য়াম কলকে চিহ্নিত করা হয় গোটা দেশ জুড়ে।
তিনি জানিয়েছেন, এবার এআইকে নিয়ে বড় চ্য়ালেঞ্জ সামনে। কারণ এই ব্যবস্থার মাধ্যমে গলার স্বরকেও ক্লোন করা যায়। এমনকী আমেরিকায় বাচ্চার গলাকে ক্লোন করে বাবা মায়ের কাছ থেকে টাকা চাওয়ার মতো ঘটনাও হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে গলায় ফোনটি করা হয়েছে সেটা আসল নাকি নকল সেটা ধরে ফেলা। তিনি জানিয়েছেন, একটা সময় প্রতারকরা 📖খালি বয়স্কদের টার্গেট করত। তবে এবার কমবয়সীদেও ফাঁ🦄দে ফেলা হচ্ছে।