বদলি করায় রাগ। আর তাই তার কেটে রাগ মেটাচ্ছিলেন পারভেজ খান নামের এক কর্মী। আর সেই কারণেই দুই দিন ধরে Jio-র ইন্টারনেট-টিভির সংযোগ ছিল না প্রায় ২,৫০০ বাড়িতে। মু্ম্বইয়ের এই ঘটনায় হতবাক সকলে। প্রযুক্তিগত ত্রুꦗটি বা রক্ষণাবেক্ষণে সমস্যার কথা শোনা যায়। কিন্তু তাই বলে যে কেউ ইচ্ছাকৃতভাবে তার কেটে রাখবেন, তা কল্পনাতীত। এদিকে একজনের রাগের জেরে বিশ্ব
কেন তার কেটে দিয়েছিলেন?
TOI-এর রিপোর্ট অনুযায়ী, ওই কর্মী সরাসরি জিও-র নন। তিনি এক সাব ভেন্ডরের হয়ে কাজ করেন। তিনি আগে গোঁরেগাঁও-তে কাজ করতেন। তবে সম্প্রতি তাঁকে বাড়ি থেকে দূরে, বরিভালি-তে বদলি করে দেওয়া হয়। বারবার নিয়োগকারীকে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করা হয়নি বলে তাঁর অভিযোগ। সেই ক্ষোভের বশেই দুমদাম করে জিও-র অপটিকাল ফাইবার কেবিল কেটে দিতে শুরু করেন তিনি। আরও পড়ুন: Jio Outage: মঙ্গলে সকাল সকাল গ্রাহ𒆙কদের ভোগাল জিও-র নেটওয়ার্ক, লাগল না ফোন, গেল না SMS
রিলায়েন্সের ওই ভেন্ডরের এক সিনিয়র টেকনিশিয়ানের বয়ানের ভিত্তিতে পারভেজের🧜 বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা যায়, প্রায় ৭ বছর ধরে 🍸ফাইবার কেবিল রক্ষণাবেক্ষণের কাজ করেন তিনি। এই প্রথম এমন আজব কাণ্ড ঘটালেন।
তার কেটে টুকরো টুকরো!
গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে💎 চারটে নাগাদ হঠাত্ গোঁরেগাও এলাকায় জিও ফাইবারের সংযোগে সমস্যা হতে শুরু করে। সংস্থার কর্মীরা এসভি রোড গোরেগাঁতে যান। সেখানে দেখা যায় এক বিল্ডিয়ের উপরে অপটিকাল ফাইবার কেবিল কাটা। সেটি সঙ্গে সঙ্গে সারানো হয়। তারপরেও দেখা যায়নেট নেই।
এরপর আরও খুঁজে দেখা যায় তার থেকে একটু এগিয়েই আরও একটি স্থানে একইভাবে তার কাটা। সেটি সারিয়েও লাভ হয়নি। এরপর টানা ২♈ দিন ধরে একের পর এক স্থান থেকে জিও-র অপটিকাইল ফাইবারের তার কাটা মেলে। এরপরেই সাব-ভেন্ডর কর্তৃপক্ষের সন্দেহ যায় এক কর্মীর উপর। এই নিয়ে সেই কর্মীর সঙ্গে তুমুল তর্কাতর্কি বচসা হয় বলে জানা গিয়েছে।
বিশ্বকাপ দেখা বরবাদ
এই ঘটনায় প্রায় ২ দিন ধরে মুম্বইয়ের প্রায় ২,৫০০ গ্রাহক জিও-র সংযোগ পাননি। আর তার ফলে তাঁদের বিশ্বকাপ ফুটবল খেলা দেখাও বরবাদ হয়ে যায়। অনেকেই জিও-র এই সংযোগ দিয়ে টিভি চালান। তাঁদের খেলার দেখার পরিকল্পনা বরবাদ হয়ে যায়। আরও পড়ুন: ‘তুম সে না হো পꩲায়েগা’, TV-র রামধনু - বিশ্বকাপে জিয়ো সিনেমা ‘ঝোলাতেই’ বন্যা ম🅺িমের
পুলিশে অভিযোগ
FIR-এ বলা হয়েছে, পারভেজ খান তার কাটার বিষয়ে নিজে স্বীকার করেছেন। গোরেগাঁও থেকে বরিভালি বদলি হওয়ার রাগের বশেই নাকি এই কান্ড ঘ♑টিয়েছেন তিনি। শুধু তাই নয়, আগামিদিনেও নাকি এভাবেই তার কেটে কেটে রেখে দেবেন বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এখনও 🎐পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।