পিছনেই বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কোয়াডের মঞ্চে দাঁড়িয়ে কার কথা বলছেন, সেটা ঘোষণা করতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্বস্তিতে পড়ে এক কর্মচারীকে ঝাড়ও দেন ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্ট। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিꦜষয়টা ঠিক কী হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়। অনেকের দাবি, বয়সের কারণে সম্ভবত খেই হারিয়ে ফেলেন বাইডেন। যা আগেও একাধিকবার হয়েছে। তার জেরে অস্বস্তিতেও পড়তে হয়েছে তাঁকে। অপর অংশের আবার ধারণা, সম্ভবত অন্য কোনও সমস্যা হয়েছিল। কী সমস্যা হয়েছিল, তা নিয়ে অবশ্য কেউ নিশ্চিত নন।
কোয়াডের মঞ্চে অস্বস্তির মুখে বাইডেন
শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) যে ঘটনা ঘটেছে, তা কোয়াডের মঞ্চে। নিজের বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াডের সম্মেলনের আয়োজন করা হয়। তাতে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী মোদ🍰ী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার ব্রত নেন তাঁরা।
‘এরপর কে?’, ঝাঁঝালো প্রশ্ন বাইডেনের
সেই অনুষ্ঠানের শেষের দিকে বাইডেন, 'এখানে আসার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। উহ! আমি কার সঙ্গে এখন পরিচিত করিয়ে দেব?' তারপর কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর দিশাহীনভাবে তাকাতে থাকেন। প্রথমে সোজা তাকান। তারপর নিজের বাঁ-দিকে তাকান মার্কিন প্রেসিডেন্ট। সেইসময় কিছুটা ঝাঁঝালোভাবেই তিনি প্র✱শ্ন করেন, ‘এরপর কে?’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে বাইডেনের বাঁ-দিক থেকে মার্কিন প্রেসিডেন্টকে হাত দিয়ে মোদীর দিকে ইঙ্গিত করছেন এক মহিলা (যিনি আদতে আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা 💜হ্যারিস বলে দাবি করা ⭕হয়েছে)। সেই ইঙ্গিত দেখেই মোদী উঠে পড়েন। আর ততক্ষণে বাইডেনও পিছন ফিরে মোদীর দিকে তাকাতে থাকেন। সেইসময় ঘোষণা করা হতে থাকে যে ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ আর তারপর মোদীর সঙ্গে মজা করতে থাকেন বাইডেন। দু'জনেই হাসতে থাকেন।
নেটিজেনদের কটাক্ষের মুখে বাইডেন
আর তা নিয়ে বাইডেনকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ꧃। এক নেটিজেন বলেন, 'উনি পুরোপুরি এবং সম্পূর্ণভাবে ঘেঁটে গিয়েছেন। কমলা হ্যারিস বাঁচিয়ে দিলেন।' অপর এক নেটিজেন বলꦫেন, 'একটি বড় ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাইডেন হয়তো সত্যি মজা করছেন। নাহলে উনি পুরোপুরি ঘেঁটে গিয়েছেন। আর সেটা ধামাচাপা দেওয়ার জন্য হাসানোর চেষ্টা করছেন।'