লিথুয়ানিয়ার ফটোগ্রাফার ইউজেনিজাস কাভানিকাস সদ্য জিতে নিয়েছেন সেরার সেরা পুরস্কার নিকোন ফটোগ্রাফি প্রতিযোগিতায়। তিনি তুলে ধরেছেন এক পিঁপড়ের মুখের ছবি। যে ছবি দেখলে চেনা দায়, যে সেটি একটি পিঁপড়ের। ভয়ানক অভিব্যক্তি যেন ঠꦿিকরে বের হচ্ছে ছবি থেকে।
রোজের দিন যাপনে প্রায়ই হয়তো টিপে মেরে দেন এই প্রাণীটিকে। কখনও বা চটি দিয়ে পিষে দেন। এর দংশন শরীরে জ্বালার অনুভূতি তৈরি করলে বিরক্ত হন আপনি। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে, পিঁপড়ের মুখ কেমন হতে পারে। যে পিঁপড়ের কামড়ে (বিশেষত লাল) আপনি অত্যন্ত🍸 বিরক্ত হন, সেই পিঁপড়ে আসলে কেমন দেখতে? পিঁপড়ের লুকই এবার প্রকাশ্যে আনলেন এই ফটোগ্রাফার। একনজরে সেই ছবি দেখলে 𒈔মনে হতে পারে , কোনও হলিউড ফিল্মের খলনায়ক চরিত্র! ছবিতে দেখা যাচ্ছে, সামান্য সোনালী শুঁর মতো রয়েছে পিঁপড়ের। সঙ্গে রয়েছে একটা ক্রিমসন রঙের ভয়ঙ্কর চোখ।
এক ইনস্টাগ্রাম পে🧜জে এই ছবি উঠে এসেছে। তারপর থেকে সেই পেজে প্রায় পাঁচ লাখ 'লাইক' ও 'কমেন্ট' উঠে এসেছে। বহু নেটিজেন বলছেন, এটি যদি পিঁপড়ের ছবি হয়, তাহলে একটি কুুকুরের ছবি কী হতে পারে এভাবে তুললে। আবার আরও একজন নেটিজেন বলছেন, পিঁপড়ের আসল ছবি দেখে তাঁর মনের ভুল ভেঙে গিয়েছে, তিনি মনে করেছিলেন যে পিঁপড়েরা খুবই মিষ্টি হয় দেখতে! তবে এই ছবি দেখে তাঁর ভুল ভেঙে গিয়েছে। অনেকেই বলছেন, পিঁপড়ের এমনতর ছবি দেখে তিনি হতবাক। অনেকে বলছেন, তিনি ভয় পাচ্ছেন পিঁপড়েকে। আবার কোনও নেটিজেন লিখছেন, বাইরে থেকে নিরীহ মনে 🌊হওয়া প্রাণিটি যে এতটা ভয়ানক হতে পারে তা তাঁর স্বপ্নের অতীত।