বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য ও স্লোগানের জন্য পরিচিত কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। দিল্লি নির্বাচনের সময় তাঁর মুখে শোনা গিয়েছিল ‘গোলি মারো...’ স্লোগান। আর উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে এসে তাঁর গলায় শোনা গেল ‘ইভিএম বেওয়াফা হ্যাঁ’ স্লোগান। রবিবার লখনউতে বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে প্রচারে নামেন অনুরাগ। তাঁর সঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব। তাঁকে পাশে নিয়েই এদিন অনুরাগ স্লো൩গান তোলেন, ‘ইয়ে ওয়াহি সপা হ্যাঁ, জিসসে জনতা খফা হ্যাঁ, ১০ মার্চ কো অখিলেশজি কহেঙ্গে, ইভিএম বেওয়াফা হ্যাঁ’ (এটা সেই সমাজবাদী পার্টি, যার উপর আম জনতা রেগে আছে, ১০ মার্চি ভোট গণনা হলে অখিলেশ যাদব অভিযোগ করবেন যে ইভিএম বিশ্বাসঘাতকতা করেছে)।
এদিন অখিলেশ যাদবকে নির্বাচনে লড়াই করা নিয়েও তোপ দাগেন অনুরাগ ঠাকুর। সাংবাদিকদের তিনি বলেন, ‘অখিলেশ রোজ সাংবাদিক বৈঠক করেন। তবে এখনও কেন তাঁর দল দ্বিতীয় প্রার্থী তাꦗলিকা প্রকাশ করল না? এর আগে তাদের প্রথম প্রার্থী ত꧑ালিকায় যাদের নাম ছিল, তারা নয়ত জেলে, নয়ত জামিনে মুক্ত। এই সব নেতাদের নাম পুলিশ স্টেশনের রেকর্ডে রয়েছে।’ উল্লেখ্য, সমাজবাদী পার্টির সঙ্গে দুষ্কৃতীদের যোগের বিষয়টি বিজেপি বরাবরই ইস্যু করেছে নির্বাচনে। ২০১৭ সালে এই ইস্যুকে হাতিয়ার করেই পশ্চিম উত্তরপ্রদেশে সমাজবাদীদের গড়ে দাঁত ফুটিয়েছিল বিজেপি। ২০২২ সালেও এই একই ফর্মুলাতে এগিয়েই সাফল্য পেতে চাইছে বিজেপি।
মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, ‘এই বাড়ি বাড়ি প্রচারের অংশ হিসেবে আমি জনগণের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আব🦄েদন করছি। মা, বোনেরা সবাই বিজেপি সরকারের সময় নিরাপদ বোধ করﷺেন এবং আমি জনগণের কাছে আবেদন করতে চাই 'ফের একবার বিজেপি সরকারকে ফিরিয়ে আনুন ২০২২-এ। মে মাসে গেরুয়া ঝড় তুলুন উত্তরপ্রদেশে।’