ভারতীয় উপমহাদেশে ক্রিকেট ও রাজনীতি যেন একে অপরের পরিপূরক। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়া হোক বা ক্রিকেট প্রশাসনে রাজনীতিকদের প্রভাব... ভারত, পাকিস্তানের মতো দেশে এ সবসময়ই দেখা যায়। তবে ক্রিকেট দলের হারের জন্য সরাসরি সরকারকে দোষারোপ করার ঘটনা বেশ বিরল। তবে এশিয়া কাপের 𝄹ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হারতেই এমনই করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তথা ♓ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা চৌধুরী ফাওয়াদ হুসেন।
গতকাল ভারতের কাছে বাবররা হারার পরই একটি টুইট বার্তায় ইমরান সরকারের প্রাক্তন মন্ত্রী লেখেন, ‘হারের জন্য পাক𓂃িস্তানের ক্রিকেট দল দায়ী নয়, দেশের আমদানি করা সরকারই অপয়া।’ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের সময়ই অভিযোগ উঠেছিল, পাকিস্তান সরকার দেশের খেলোয়াড়দের প্রতি অবহেলা করছে। কমনওয়েলথ গেমসের সময় এক পাকিস্তানি সাংবাদিক ক্রীড়াবিদদের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোভাবের প্রশংসা করেছিলেন। পাশাপাশি প্রতিবেশী দেশের𝕴 সঙ্গে তুলনা টেনে পাকিস্তানের নেতাদের সমালোচনা করেছিলেন। এরই মাঝে ফাওয়াদের এহেন মন্তব্য।
এর আগেไ কমনওয়েলথ গেমসের সময় উক্ত সাংবাদিক সরকারকে তোপ দেগে বলেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কেউ কোনও দিন খেলোয়াড়দের সঙ্গে এভাবে কথা বলতে দেখেছে? কোনও পাকিস্তানি খেলোয়াড় পদক জিতেছেন কিনা সেটাও হয়ত তিনি জানেন না।’
উল্লেখ্য, গতকাল এশিয়া কাপের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভার শꦐেষ হওয়ার আগেই ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে দুই বল বাকি থাকতে হার্দিক পান্ডিয়ার ছক্কায় ম্যাচ যেতে ভারত। বল হাতে তিন উইকেট এবং ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৩৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।