উৎপল পরাশর
অসমের একটি আঞ্চলিক দল কংগ্রে💜সের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। এই দলটি তৈরি করেছিলেন ভারতীয় জনতা দলের ইনফরমেশন টেকনোলজি সেলের প্রথম প্রাক্তন প্রধান ও প্রাক্তন জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য প্রদ্যুৎ বোরা। দলের নাম ছিল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। সেই দলই যুক্ত হয়ে গেল কংগ্রেসের সঙ্গে। দলের চেয়ারম্যান জানিয়েছেন প্রদ্য়োৎ বেরা জানিয়েছেন আগামী ২০২৪এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট 🉐হওয়ার জন্য় এটা প্রয়োজন ছিল।
তিনি জানিয়েছেন, আমাদের দল এলডিপি কংগ্রেসের সঙ্ꦑগে সংযুক্ত 🅰করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের দলের সর্বসম্মত সিদ্ধান্ত। আসলে একটি ঐক্যবদ্ধ বিরোধীদল গড়ে তুলতে হবে। যে ঘৃণা, অসত্যের বাতাবরণ গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত।
বোরা সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র। আইআইএম আমেদাবাদেরও তিনি প্রাক্তন ছাত্র। ২০০৪ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি পার্টি⛎র মিডিয়া সেলের সদস্য হিসাবে দলে যোগ দ🐭িয়েছিলেন। পরে তিনি ২০০৭ সালে বিজেপির আইটি সেলের জাতীয় কনভেনার হিসাবেও যোগ দিয়েছিলেন।
তিনি ছিলেন লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ। তিনি ছিলেন রাজনাথ সিংয়েরও ঘনিষ্ঠ। ২০১৫ সালে তিনি দল ছেড়ে দেন। তিনি অভিযোগ তুলেছিলেন, একেবারে ব্যক্তিগতভাবে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হত দলে। তার বিরুদ্ধেই আওয়াজ তুলে তিনি দ𓃲লত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তিনি আঙুল তুলেছিলেন।
দলত্যাগ করার পরেই তিনি এলডিপি তৈরি করেন। তবে সেই সময় তিনি বিজেপি বা কংগ্রেস কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না। একেবারে আঞ্চলিক দল হিসাবে গড়ে তুলেছিলেন তি🌠নি।
বোরা জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। মোদী সরকারের বিরুদ্ধে লড়াই। পার্টির নেতৃত্ব জানিয়েছেন, কংগ্রেসই হল এই লড়াইয়ের সবথেকে বড🍬় প্লাটফর্ম। গত আট বছরে একজনও এলডিপি সদস্য বিজেপিতে যোগ দেননি। আমরা অনেকটা চেষ্টা করেছি। কিন্তু একটা বড়ꦯ প্লাটফর্মের দরকার ছিল। সব মিলিয়ে অসমে ১১টি জেলায় ইউনিট রয়েছে। ১২৬টি আসনের মধ্যে ১৪টি আসনে লড়াই করেছিল তারা। কিন্তু ২০১৬ সালে একটি আসনও তারা জিততে পারেনি।
এই খব꧙রটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার𒅌 লিঙ্ক