বিরোধীদের দাবি এবং পর্যালোচনার পরে সাম্প্রতিক জারি করা অর্ডিন্যান্স সংশোধন করে ভূমিপুত্রদের জমির অধিকার সুরক্ষিত করার ঘোষণ♉া করল অসম সরকার।
গত ২৯ জুন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ার উদ্দেশে একটি অর্ডিন্যান্স পাশ করে অসম মন্ত্রিসভা। অর্ডিন্যান্স অনুযায়ী, কোনও অনুমতি ছাড়া শুধুমাত্র নিজস্ব ঘোষণাপত্র জমা দিয়ে তিন বছরের জন্য শিল্প গড়ার অনুমোদন পাওয়া যাবে। সেই সঙ্গে বলা হয়, শিল্পের জন্য ব্যবহৃত জমির চরিত্র পরিবর্তন হ🔯য়েছে বলে সে ক্ষেত্রে ধার্য হবে।
সরকারের এই সিদ্ধান্তে সন্দেহ ঘনায়, শিল্প গড়ার অছিলায় ভূমিপুত্রদের জমির অধিকার বেদখল করার চেষ্ট🌄া চলেছে। সেই আশঙ্কায় মদত দিতে থাকেন রাজ্যের বিরোধী দলগুলি।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অসমের শিল্পমন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি বলেন, সমস্যার সমাধানে চলতি সপ্তাহের গোড়ায় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।🍸 বৈঠকে ভূমিপুত্র জমির স্বত্ত্বাধিকার সুনিশ্চিত করার জন্য কড়া পদক্ষেপ করার বিষয়টি সর্বসম্মত হয়েছে। ঠিক হয়েছে, অর্ডিন্যান্সের চূড়ান্ত খসড়ায় এই বিষয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
পাটওয়ারি জানিয়েছেন, ‘আগে ব্যবস্থা ছিল, অনুমোদনের শংসাপত্র পাওয়ার পরে কৃষিজমিকে অ-কৃষি কাজে ব্যাবহারের জন্য রূপান্তরিত করাল হয়েছে বলে ধরে🌳 নেওয়া হবে, যাতে তার উপরে শিল্প গড়তে সমস্যা না হয়। কিন্তু এখন ঠিক হয়েচে, এ ভাবে জমির চরিত্র রূপান্তর ঘটানোর প্রক্রিয়া অর্ডিন্যান্সে রাখা হবে🎃 না। শিল্প শুরু করার আগে সংশ্লিষ্ট সংস্থাকে জমি সংক্রান্ত সমস্ত অনুমতি, ছাড়পত্র ও সম্মতিপত্র সংগ্রহ করতে হবে।’
সেই সঙ্গে অসম কৃষি জꦓমি আইনে উল্লিখিত সমস্ত নিয়ম ও শর্ত মানতে হবে শিল্প সংস্থাকে, জানিয়েছেন মন্ত্রী।