চরিত্র বদলাচ্ছে করোনাভাইরাস। জানা যাচ্ছে, এখন নাকি কম 𓃲বয়সিদের বেশি করে সংক্রমিত করছে এই ভাইরাস। এই পরিস্থিতিতে করোনার নতুন প্রজাতিকে বাগে আনার জন্য নতুন রূপে করোনার ভ্যাকসিন আনছে অ্যাস্ট্রোজেনেকা। ২০২১ সালের শেষের দিকে এই ভ্যাকস🌊িনের নয়া ভার্সন বাজারে চলে আসবে।
অস্ট্রিয়ার একটি সংবাদমাধ্যমে অ্যাস্ট্রোজেনেকার ম্যানেজার সারা ওয়াল্টার বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় 🅰করোনার যে নতুন প্রজাতি পাওয়া গিয়েছে, তাতে অ্যাস্ট্রোজেনেকার পুরনো যে ভার্সন আছে, তা দিয়ে কাজ হচ্ছে না। সেই কারণে অ্যাস্ট্রোজেনিকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে চেষ্টা চালাচ্ছে, যাতে ভ্যাকসিনের নতুন ভার্সান তৈরি করা যায়। আশা করা যায়, এই বছরের শেষের দিকে করোনার ওই নতুন ভ্যাক🍌সিন বাজারে চলে আসবে।’ একইসঙ্গে তিনি জানান, এই বছরই ইউরেপীয় ইউনিয়নকে ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ দিতে পারব।
একইসঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন ধরনের এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও রোগ প্রতিরোধক ক্𓄧ষমতা নিয়ে সব তথ্য দেওয়া হবে।চিকিৎসকদ♏ের সঙ্গে সব তথ্য শেয়ার করা হবে যাতে এই উপকারিতা ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা হয়।