১২-১৬ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলে বেশি কার্যকর কোভিড টিকা। ল্যানসেটে স🌄দ্য প্রকাশিত এক রি꧒পোর্টে জানানো হয় এই কথা। ল্যানসেটের রিপোর্টে বলা হয়েছে, ১৭,০০০ স্বেচ্ছাসেবকের ওপর কোভিশিল্ডের ট্রায়ালে দেখা গিয়েছে ব্যবধান বৃদ্ধিতেই অধিক কার্যকরী হচ্ছে টিকা। ৬ সপ্তাহের কম ব্যবধানে যদি টিকা দেওয়া হয়, তাহলে কোভিশিল্ড ৫৫ শতাংশের কম কার্যকর বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে কোভিশিল্▨ড টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়। এর আগে প্রথম ডোজ নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে হত৷ এই সংক্রান্ত প্রস্তাব ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইম্যুনাইজেশনের তরফে পাঠানো হয়েছিল ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাক্সিন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে।
এই সিদ্ধান্তের পর কোভিশিল্ড প্🐎রস্তুতকারক সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা বলেছিলেন, 'এই সিদ্ধান্তের ফলে টিকার কার্যকারিতা ও সক্রিয়তা, দুটোই বাড়বে৷ এটা খুব ভাল পদক্ষেপ৷ কারণ, নির্দিষ্ট তথ্যভাণ্ডারের উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ টিকার দুটি ডোজের মাঝের ব্য়বধান বাড়ানোর এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিজ্ঞানসম্মত৷'
উল্লেখ্য, এই নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় বার কোভিশ෴িল্ড ডোজের ব্যবধান বাড়ানোর কথা বলা হয়। মার্চ মাসে বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভালো ফল পাওয়ার জন্য কোভিশিল্ডের ডোজ়ের ব্যবধান বাড়ানোর কথা বলেছিল।