ব্রিটিশ স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার থেকে সবুজ সংকেত পেয়ে ফের অক্সফোর্ড বিশ্ববিদ্ღযালয় আবিষ্কৃত কোভিড ভ্যাক্সিন-এর ট্রায়াল চালু করল টিকা নির্মাতা সংস্থা অ্যাস্ট্রা জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেনেকা।
শনিবার সংস্থার তরফে এই ঘোষণা করে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ব্রিটেনে অ্যাস্ট্রা জেনেকা অক্সফোর্ড করোনাভাইরাস ভ্যাক্সিন AZD1222-এর ক্লিনিক্যাল ট্রায়াল ফের চালু হয়েছে। ব্রিটেন সরকারের মেডিসিন হেল্থ রেগুলেটরি কমিটি ⭕(এমএইচআরএ) এই ভ্যাক্সিন-এর ট্রায়াল নির🃏াপদ ঘোষণা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে ভ্যাক্সিন ট্রায়ালে অংশগ্রহণকা🍌রী এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় এমএইচআরএ।
এ দিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রচলিত পর্যালোচনা প্রক্রিয়ায় ভ্যাক্সিনের নিরাপত্তা সম্পর্কিত তথ্য যাচাইয়ের কারণে বিশ্বজুড়ে স্বাধীন কমিটি ও আন্তর্জাতির নিয়ন্ত্রক সংস্থাগুলির উদ্যোগে সমগ্র ট্রায়াল পদ্ধতি স্থগিত রাখা হয়। এবার ব্রিটিশ কমিটি তার অনুসন্ধান সম্পূর্ণ করে এমএইচআরএ-𒊎কে জানিয়েছে, 𝓡ব্রিটেনে এই ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিরাপদ।’
তবে এর বেশি তথ্য প্রকাশ করতে রাজি হয়নি অ্যাস্ট্রা জে𝓀নেকা।