শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ন্যাশানাল ডিফেন্স কলেজের সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখেন রাজনাথ সিং। সেই অুষ্ঠান থেকেই নাম না নিয়েই একযোগে পাকিস্তান-চিনকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। অনুষ্ঠানে রাজনাথ বলেন, 'অভ্যন্তরীণ এবং সীমান্ত নিরাপত্তার উপর হুমকি আর সহ্য করা হবে না। বালাকোট এ🅰বং গালওয়ানে আমাদের পদক্ষেপ সমস্ত আক্রমণকারীদের জন্য স্পষ্ট সংকেত।'
রাজনাথ এদিন বলেন, 'এখন বিশ্বে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে স্থিতাবস্থাকে নষ্ট করা𒀰র চেষ্টা করতে দেখা যাচ্ছে। তবে এবার বৃহত্তর ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন বন্ধু দেশগুলির মধ্যে সমণ্🐲বয় গড়ে তুলে দীর্ঘকালীন সমাধান খুঁজে পেতে এনডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।'
এদিন অনুষ্ঠানে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথাও উল্লেখ করেন রাজনাথ। আফগানিস্তানের ঘটনা থেক𒈔ে শিক্ষা নেওয়া উচিৎ বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। তালিবানের নাম না নিয়ে তিনি জানান, অবিচার যতই শক্তিশালী হোক না কেন, মানুষের সম্মিলিত ভালো দিকটি তা কোনওদিনই নষ্ট করতে পারে না।
তিনি আরও জানান, বিজ্ঞানের বিভিন্ন দিকে দ্রুত উন্নতি হচ্ছে পৃথিবী জুড়ে। প্রযুক্তির এই অগ্রগতির♛ সঙ্গে তাল মিলিয়েই সামরিক ব্যবস্থাগুলি পরিচালনা করা দরকার। সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভরতার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন ঐতিহাসিক , সামাজিক, ভূ-রাজনৈতিক ও অর্থনীতির নানা দিক সম্পর্কে বোঝাꦐর জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে।