প্রবল সমালোচনার মুখে এবার কি ভাবমূর্তি মেরামত করতে উদ্যত হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? একথা মনে করার কারণ হল, মঙ্গলবারই দুর্গাপুজো উপলক্ষে সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত আরও একদিন ছুটি ঘোষণা করেছে তারা। মূলত, বাংলাদেশের সম🐲স্ত সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিꦏত প্রতিষ্ঠানগুলিতে এই ছুটি কার্যকর করা হবে।
ঘটনা হল, বাংলাদেশের সরকারি অফিস-কাছারিতে সাপ্তাহিক ছুটি থাকে শুক্র ও শনিবার। সেইসঙ্গে, এবছর রবিবারও ছুটি ঘোষণা করা হয়েছিল আগেই। কারণ, ওই দিন বিজয়া দশমী। দুর্গা প্রত🔥িমা বিসর্জনের অনুষ্ঠান উপলক্ষে ওই ছুটি দেওয়া হয়েছিল।
এদিকে, মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিশে🔥ষ সহকারী মেহফুজ আলম⛎। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দুর্গাপুজো উপলক্ষে আরও একদিন ছুটি ঘোষণা করা হচ্ছে।
কবে পাও﷽য়া যাবে সেই ছুটি? মেহফুজ জানান, বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তমীতে এই ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ, সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় বাংলাদেশে সরকারি অফিসে ছুটি থাকছে চারদিন - সপ্তমী থে▨কে দশমী পর্যন্ত।
তথ্যাভꦕিজ্ঞ মহলের একাংশ মনে করছে, দেশে ও বিদেশে (মূলত পশ্চিমবঙ্গ তথা ভারতে) প্রবল সমালোচনার মুখে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার।
হাসিনা 💛সরকারের পতনের পর এবছর দুর্গাপুজো নিয়ে বাংলাদেশে এক চরম অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্ব꧒র্তী সরকারের দাবি, তারা পুজোর সময় যেকোনও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। এমনকী, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা প্রদানেরও পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।
তারপরও নানা কারণে পুজো না করার কথা ভেবেছেন একাধিক পুজোর উদ্যোক্তারা। ত🐓াঁদের মোটা টাকা তোলা চেয়ে হুমকি চিঠি প⛄র্যন্ত পাঠানোর অভিযোগ উঠেছে। যার জেরে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপ করতে হয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও আশঙ্কার মেঘ পুরোপুরি কাটেনি। এসবের জেরে আদতে অন্তর্বর্তী সরকারেরই অস্বস্তি বাড়ছে বলে মনে করছে সং𓄧শ্লিষ্ট মহল।
মনে করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ধর্ম নিরপেಞক্ষ ভাবমূর্তি তুলে ধরতেই পুজোর সময় সরকারি অফিসগুলিতে টানা চারদিনের ছুটি ঘোষণা করা হল।
প্রসঙ্গত, এবারের দুর্গাপুজোয় বাংলাদেশের স্কুল ও কলেজগুলিতে টানা ১১ দিন ছুটি থাকবে। দুর্গাপুজো, ফতে꧅হ-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপুজো উপলক্ষে স্কুল-কলেজ টানা ৯ দিন ছুটি থাকবে। তার মাঝে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে টানা ১১ দিন।