বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank Holidays in October 2022: দুর্গাপুজো-কালীপুজোর মাসে মোট ২১ দিন ছুটি! বাংলায় কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
দুর্গাপুজো ও কালীপুজোর মাসে মোট ২১ দিন ব্যাঙ্ক থাকছে। তবে পশ্চিমবঙ্গেও 🥃যে ২১ দিন ছুটি থাকবে, সেটা নয়। অক্টোবরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকা দেখে নিন -
- ১ অক্টোবর (হাফ-ইয়ার্লি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্লোজিং): গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ৩ অক্টোবর (দুর্গাপুজোর অষ্টমী): আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৪ অক্টোবর (দুর্গাপুজো/দশেরা (মহানবমী)/শ্রীমন্ত শংকরদেবের জন্মবার্ষিকী): আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৫ অক্টোবর (দুর্গাপুজো/বিজয়া দশমী/দশেরা/শ্রীমন্ত শংকরদেবে জন্মোৎসব): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Dur🅠ga Puja: গোঁসাই বাড়িতে শিকল দিয়ে বাঁধ🌞া থাকে প্রতিমা, ইতিহাস কী বলছে?
- ৬ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৭ অক্টোবর: গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৮ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহাম): ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৮ অক্টোবর: দ্বিতীয় শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
- ৯ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ১৩ অক্টোবর (করওয়া চৌথ): শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৪ অক্টোবর (ফতেহা দোয়াজ দাহামের পরবর্তী শুক্রবার): জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৬ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ১৮ অক্টোবর (কাটি বিহু): গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২২ অক্টোবর: চতুর্থ শনিবার। তাই এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্কে।
- ২৩ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ২৪ অক্টোবর (কালীপুজো/দীপাবলি/ভূত চতুর্দেশী): আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৫ অক্টোবর (লক্ষ্মীপুজো/দীপাবলি/গোবর্ধন পুজো): গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Durga Puja Tour: ফাটাফাটি প্যাকেজ ট্যুর ঘোষণা ༺করল NBSTC,অফবিটও আছে, কোথায় কত খরচ
- ২৬ অক্টোবর (গোবর্ধন পুজো/ভাইভিজ, দীপাবলি (প্রতিপদ)/লক্ষ্মীপুজো/অ্যাকসেশন ডে): আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৭ অক্টোবর (ভাইফোঁটা/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মীপুজো): গ্যাংটক, ইম্ফল, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩০ অক্টোবর: রবিবার। সাপ্তাহিক ছুটি।
- ৩১ অক্টোবর (সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী/ছটপুজো/অন্যান্য): আমদাবাদ, পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পরবর্তী খবর