কয়েকদিন আগেই জুন মাসের ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তালিকা অনুযায়ী, জুনের ৩০ দিনের ম🍷ধ্যে ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্কগুলিতে। তবে বিভিন্ন রাজ্যে এই ছুটির দিনে হেরফের হবে। কারণ এই ছউটির তালিকা অনুযায়ী, প্রতিটি রাজ্যে আলাদা আলাদা দিন ছুটি পড়তে পারে। আরবিআই যে তিনটি ক্যাটাগোরিতে ছুটি দেয়, সেগুলি হল - নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট অ্যাক্ট, হলিডে অফ অ্যাকাউন্টস ক্লোজিং। সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক এই তালিকা মেনে ছুটি দেয়। একনজরে দেখে নিন জুনের ব্যাঙ্ক ছুটির তালিকা:
২ জুন: মহারা🔥ণা প্রতাপ জয়ন্তী, তেলাঙ্গনা, হিমাচ🌺লপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানায় ছুটি থাকবে।
৩ জুন: শ্রী 🐼গুরু অর্জুন দেব জি-র প্রয়াণ দিবস, পঞ্জাবে ছুটি থাকবে ব্যাঙ্ক।
৫ জুন: রবিবার, সাপ্তাহিক ছুটি।
১১ জুন: মাসের দ্বিতীয় শনিবার, দ্বিসাপ্তাহিক ছুটি।
১২ জুন: রবিবার, সাপ্তাহিক ছুটি।
১৪ জুন: গুরু কবীর জয়ন্তী, ওড়িꦛশা, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশে ছুটি🉐।
১৫ জুন: গুরু হরগোবিন𝔉্দের জয়ন্তী, ওড়িশা, মিজোরাম, জম্মু-কাশ্মীরে ছুটি।
১৯ জুন: রবিবার, সাপ্তাহিক ছুটি।
২২ জুন: খরচি পুজো, ত্রিপুরায় ছুটি।
২৫ জুন: মাসের চতুর্থ শনিবার, দ্বিসাপ্তাহিক ছুটি।
২৬ জুন: রবিবার, সাপ্তাহিক ছুটি।
৩০ জুন: রামনা নি, মিজোরামে ছুটি।
পশ্চিমবঙ্গে এই মাসে কোনও অতিরিক্ত ছুটি থাক🐭ছে না ব্যাঙ্কে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলিতেই ঝাঁপ বন্ধ থাকবে ব্যাঙ্কের।