সোমবার থেকে ধর্মঘটে ১০♋ লক্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মচারী। টানা দু'দিন জারি থাকবে কর্মবিরতি। এর জেরে সপ্তাহের শুর💃ুতে থমকে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা।
নরেন্দ্র মোদী সরকারের বেসরকারিকরণ নীতির প্🉐রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের ইউনিয়নগুলি। দেশজুড়ে আজ এবং আগামিকাল ব্যাপক প্রভাব পড়তে পারে ব্যাঙ্কিং পরিষেবায়।
গত সপ্তাহ ও এ🌊ই সপ্তাহ মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে। গত সপ্তাহের মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ ছিল। আর গতকাল রবিবার ছিল। এর পর সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট থাকছে। ফলে একটানা✃ পরিষেবা না পাওয়ার জেরে নাজেহাল সাধারণ মানুষ।
কোন কোন ক্ষেত্রে পড়তে পারে ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব?
কেন্দ্রের নীতির বিরু🍸দ্ধে প্রতিবাদস্বরূপ কর্মবিরতিতে যোগ দিচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। এর ফলে সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা যেমন, নগদ জমা ও তোলা, চেক ক্লিয়ারেন্স, ঋণ গ্রহণ সংক্রান্ত কাজ ইত্যাদি স্থগিত থাকতে পারে। তবে, স্বস্তির দিক একটাই। এটিএম পরিষেবা কার্যকর থাকবে এই দুই দিন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা প্রবল
দেশে🎃র সবচেয়ে বড় ব্যাঙ্কের কর্মচারীরাও এই ধর্মঘটে কেন্দ্রে বিরুদ্ধে ক্ষোভ উগ⭕রে দিচ্ছেন। ফলে, সপ্তাহের প্রথম দুই দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকতে পারে এসবিআই-এর বিভিন্ন শাখায়।
কানাড়া ব্যাঙ্কের কর্মী সংগঠনগু🦋লিও এই প্রতিবাদে অংশ নিচ্ছে। তবে, ব্যাঙ্ককর্মীদের তরফে জানানো হয়েছে যে, গ্রাহকদের যাতে খুব সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে।
বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকছে?
হ্যাঁ। সোম ও মঙ্গলবার খোলা থাকছে HDFC, ICICI, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইন্দাসল্যান্ড ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি। তবে সংবাদসংস্থা এএনআই-জানিয়েছে, এর মধ্যে কিছু কি▨ছু বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখাতেও শুরু হয়েছে কর্মবিরতি।
কাদের আহ্বানে দেশজুড়ে মোদী সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট?
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UF🍸BU)- 🔯দেশের নয়টি ব্যাঙ্ক ইউনিয়নের মাথা UFBU । কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বেসরকারিকরণের নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে এই দেশব্যাপী সংগঠন। প্রতিবাদ নয়া ব্যাঙ্কিং নীতির বিরুদ্ধেও।
সংবাদসꩲংস্থা এএনআই সূত্রে খবর, ১৫ ও ১৬ মার্চের এই ধর্মঘটে সামিল হচ্ছে প্রায় ১০ লাখ ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিক।
কারা কারা এই ধর্মঘটে অংশ নিচ্ছে?
UFBU-র আহ্বানে ধর্মঘটে সামিল হচ্ছে মোট নয়টি ব্যাঙ্ক ইউনিয়ন- অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC), অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোশিয়েসন (AIBEA), ন্যাশানাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লইজ (NCBE), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার🍰্স কনফেডারেশন (AIBOC), ব্যাঙ্ক এমপ্লইজ ফেডারেশান অফ ইন্ডিয়া (BEFI), ইন্ডিয়ান ন্যাশানাল ব্যাঙ্ক এমপ্লইজ ফেডারেশান (INBEF), ইন্ডিয়ান ন্যাশানাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস (INBOC), ন্যাশানাল অর্গানাইজেশান অফ ব্যাঙ্ক অফিসার্স (NOBO) ও ন্যাশানাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স (NOBW) ।