গত ৪ জুন প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। ত🅘ারপর ৭ দিন পার হতেই বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হল। পূর্ꦆণিয়ার এই সাংসদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে তোলাবাজির চেষ্টার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জনের স্বামী হলেন রাজেশ রঞ্জন,যে রাজেশ রঞ্জন গোটা বিহার তথা জাতীয় রাজনীতিতে পপ্পু যাদব নামে পরিচিত।
কংগ্রেস ঘনিষ্ঠ সাংসদ হিসাবে পরিচিতি রয়েছে পপ্পু যাদবের। বিহারের পূর্ণিয়ার এই সাংসদ, রাজনৈতিক জীবনে ৩০ বছর ধরে নানান মোড় দেখেছেন। নির্দল সাংসদ হওয়ার আগে পাপ্পু যাদব জন অধিকার পার্টির প্রেসিডেন্ট ছিলেন, যে পার্টি পরে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়। যদিও ২০২৪ লোকসভা ভোটে পাপ্পু নির্দল হিসাবে লড়তেই সমর্থ হন। তবে নির্বাচনের পর 𝓀ভোটে জেতার সপ্তাহ পার হতেই এবার পাপ্পু যাদবের বিরুদ্ধে দায়ের হল তোলাবাজির মামলা।
ফার্নিচার সম্পর্কিত এক ব্যবসায়ীর অভিযোগ, পাপ্꧑পু যাদব তাঁকে ডেকে পাঠিয়ে ১ কোটি টাকা দেওয়ার দাবি করেন। এরপরই ওই ব্যবসায়ী, পাপ্পু যাদবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ, এই ঘটনা গত ৪ জুন হয়েছে। যেদিন ভোটের গণনা ছিল, সেই দিন ১ কোটি টাকা চেয়ে ওই ব্যবসায়ীকে পাপ্পু যাদব তলব করেন বলে অভিযোগ। শুধু পাপ্পু যাদবই নন, তাঁর সহযোগী অমিত যাদবের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। আর সেই অভিযোগ মুফাসিল পুলিশ স্টেশনে দায়ের করা হয়। ব্যবসায়ীর দাবি, একই রকমের টাকার দাবি পপ্পু যাদব আগেও করেছেন। এর আগে, ২০২১ ও ২০২৩ সালে এমন ঘটনা ঘটে গিয়েছিল। ব্যবসায়ীর অভিযোগ, পাপ্পু যাদব তাঁকে খুনের হুমকিও দিয়েছেন। অভিযোগ, পাপ্পু যাদবের সাফ হুমকি, যদি দাবি না মেটানো হয়, তাহলে খুন করা হতে পারে ব্যবসায়ীকে। এছাড়াও ব্যবসা🔜য়ীকে হুমকির সুরে বলা হয়েছে, আগামী ৫ বছর পাপ্পু যাদবের সঙ্গে ‘ডিল’ করতে, হবে, ফলে টাকা যেন দেওয়া হয়। এমনই অভিযোগ রয়েছে।