দিল্লির প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা কপিল মিশ্র ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মধ্যপ্রদেশের ধর জেলায় ভোজশালায় গꦬিয়ে এবার তিনি বললেন, ‘অযোধ্যা এবং কাশী তো কেবল এক ঝলক ছিল, ভোজশালা তো এখনও বাকি।’ কপিল মিশ্রের এই মন্তব্যে স্বভাবতই আপত্তি জানিয়েছেন কংগ্রেস নেতারা। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে রাজ্যের পরিবেশ নষ্ট করার অভিযোগও উঠেছে।
শনিবার বসন্ত পঞ্চমী উপলক্ষে ভোজশালায় এক অনুষ্ঠানে যোগ দিয়🍌েছিলেন বিজেপি নেতারা। এই সময় কপিল মিশ্র তাঁর বক্তব্যে বলেন যে অযোধ্যা-কাশী তো শুধু সূচনা ছিল, ভোজশালা এখনও বাকি আছে। শনিবার ধারের ভোজশালায় ভাষণ দেওয়ার সময় কপিল মিশ্র বলেছিলেন, মা সরস্বতী যখন এখানে আছেন, যজ্ঞকুণ্ড আছে, তাহলে এখানে নমাজ পড়ে কী লাভ? আমি বুঝতে পারছি না যে, যখন ঈদই নেই তখন কেন জুমার নামাজ হল?
কপিল মিশ্র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকেও নিশানা করেন। তিনি বলেন যে ওয়াইসি হোক বা দিগ্বিজয় সিং, তাঁরা সবাই একটি সম্প্রদায়ের ভোটে তাঁদের দোকান চালাচ্ছেন। উল্লেখ্য, ধারে অবস্থিত ১১ শতকের ভোজশালা নিয়ে অতীতে অনেক বিতর্ক রয়েছে। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ই এই জায়গার উপর তাদের অধিকার দাবি করে আসছে। এই কারণেই এখানে মঙ্গলবার করে দꦓেবীর পূজা করা হয় এবং মুসলিম সম্প্রদায় শুক্রবার নামাজ আদায় করে। মুসলমানরা একে মসজিদ মনে করে, আর হিন্দুরা একে দেবী সরস্বতীর মন্দির বলে মনে করে।
কপিল মিশ্রর মন্তব্যের প্রেক্ষিতে কালাপিপাল কেন্দ্রের কংগ্রেস বিধায়ক কুণাল💝 চৌধুরী বলেন, ‘এই ধরনের বক্তব্য দিয়ে বিজেপি নেতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা এই বক্তব্যের নিন্দা জানাই। আমরা বহিরাগতদের রাজ্যের সম্প্রীতি নষ্ট করতে দেব না।’