দেশাত্মবোধ প্রশ্নে কংগ্রেসকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। পাশাপাশি, কাশ্মীর প্রশ্নে মেহবুবা মুফতিকেও ছেড়ে কথা বললেন না তিনি।&nb♛sp;
রবিবার কর্নাটকের দলীয় অধিবেশনে নড্ডা কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘কার্গিল যুদ্ধ যখন চলছে, সেই সম🍸য় রাজ্য সভার অধিবেশন চেয়ে আবেদন জানায় কংগ্রেস। আবার একই ভা✅বে, যখন জাতীয় সংকটে সর্বদল বৈঠক ডাকা হয়, তখন ওঁরা অংশগ্রহণ করেন না।’
এই সমস্ত উদাহরণ দর্শিয়ে এ ܫদিন বিজেপি সভাপতি সরাসরি অভিযোগ করেন, ‘ওঁরা কখনই দেশের জন্য চিন্তা করেন না। ওঁদের কাছে রাজনীতিই বড়।’&nb💙sp;
কংগ্রেসের পাশাপাশি এ দিন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও আক্রমণ করেন নড্ডা। তাঁর অভিযোগ, কাশ্♔মীরে বিচ্ছিন্ন
তাবাদী বিক্ষোভে মদত দিয়েছেন মেহবুবা। নড্ডা বলেন, ‘উনি বলেছিলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হলে উপত্যকায় রক্তনদী বইবে। অথচ কার্ষক্ষেত্রে একফোঁটা রক্তও সেখানে ঝরেনি। জম্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছিন্ন অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, তাতে আমরা খুশি। কিন্তু এই পদক্ষেপে আমাদের চেয়েও খুশি জমꦜ্মু ও কাশ্মীরের ম💫ানুষ।’
উল্লেখ্য, ২০১৯ সালে সংসদে সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার জেরে বিশেꦛষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর রাজ্য। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে কেন্দ্রের এনডিএ সরকার। ঘটনার তীব্র প্রত🧸িবাদ জানান কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক দলের নেতারা। নিরাপত্তার কারণে তাঁদের প্রায় সবাইকেই গৃহবন্দি করা হয়।