ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার নিকেল প্রক্রিয়াকরণ কারখানা। উল্লেখ্য, ওই কারখানায় বিস্ফোরণের জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ছেন ৩৮ জন। উল্লেখ্য, ওই কার🐲খ꧟ানায় বিনিয়োগ রয়েছে চিনের। ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তা একথা জানিয়েছেন।
উল্লেখ্য, পূর্ব ইন্দোনেশিয়ায় ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে সেদেশের সুলাওয়েশিতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। খণিজ নির্ভর দেশ ইন্দোনেশিয়ার বুকে ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, ওই এলাকা নিকেল উৎপাদনে সেদেশের কার্যত আঁতুর ঘর। উল্লেখ্য, ব্যাটারি ও স্টেইনলেস স্টিল তৈরিতে এই নিকেল ব্যবহৃত হয়। এদিকে, চিনের বিনিয়োগের ওই কারখানায় বেশ কিছুদিন ধরে কর্মী অসন্তোষ দেখা যাচ্ছিল। অস্বাস্থ্যকর অবস্থায় কারখানায় কাজ করা হচ্ছে বলে অভিযোগ ছিল কর্মীদের। এদিকে, এতদিন ধরে অভিযোগ সত্ত্বেও কেন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে চিনের লগ্নিকৃত সংস্থার মালিক পক্ষের অবস্থা๊ন নিয়েও। জানা গিয়েছে, ওই দুর্ঘটনা ঘটেছে সকাল ৫.৩০ মিনিট নাগাদ। এই কারখানার মালিক পিটি ইন্দোনেশিয়া সিংসান স্টেইনলেস স্টিল। এটি অবস্থান করে সেন্ট্রাল সুলাওয়েসি প্রভিন্সের মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল। তবে পরে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ১ জন বেড়েছে।
(MP: ৬ বছর পর জুতো পরলেন এই বিজেপি নেতা! প্রাক্তন CM এসে পরালেন জুতো꧋, কেন জানেন? )
(Air India: এয়ার ইন্ডিয়ায় এল A350-900 চওড𓂃়া কলেবরের এয়ারক্রাফ্ট! রয়েছে কী কী সুবিধা? )
ফলে আপাতত যা খবর তাতে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে সংবাদসংস্থা এএ꧅ফপি। জানানো হয়েছে এই ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের মধ্যে ৮ জন ইন্দোনেশিয়ার ও ৫ জন চিনা কর্মী ছিলেন। প্রাথমিক তদন্ত বলছে, কোনও সারাইয়ের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় কোনও অগ্নি প্রজ্জ্বলনকারী তরল থেকে ওই আগুন ধরে যায় বলে খবর। কাছেই ছিল অক্সিজেন ট্যাঙ্ক। আর তা থেকে লেগে যায় আগুন।