অ্যামাজনের বৃষ্টিবন পোড়ানোর জন্য অর্থ দি🐼য়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। শুক্রবার এমনই বিস্ফোরক দাবি জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট খেয়ার বলসোনারো। তবে নিজের অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দাখিল 🌼করতে পারেননি বোলসেনারো।
সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে পরিবেশ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাFফ ফান্ড-কে (WWF) কাঠগড়ায় তোলেন বলসোনারো। তাঁর দাবি, আগুন নেভানোর জন্য অ্যামাজন অরণ্যে প্রবেশকারী স্বেচ্ছাসেবকদের থেকে তাঁদের তোলা ফোটো কিনেছিল ওই স🅰্বেচ্ছাসেবী সংস্থা। সেই ছবি দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোটা চাঁদা তুলেছে WWF, অভিযোগ বোলসেনা☂রো। উল্লেখ্য, ওই খাতে ৫ লাখ ডলার চাঁদা দিয়েছেন ডিক্যাপ্রিও।
প্রেসিডেন্টের ♈বাসভবনের সামনে দাঁড়িয়ে বলসোনারো বলেন, ‘এই লিওনার্দো ডিক্যাপ্রিও তো খুব ঠান্ডা মেজাজের মানুষ, তাই না? যিনি অ্যামাজন অরণ্য জ্বালিয়ে দেওয়ার জন্য অর্থ দেন।’
ব্রাজিলীয় প্রেসিౠডেন্টের অভিযোগ উড়িয়ে দিয়ে WWF-এর ✱তরফে হলিউড অভিনেতা ডিক্যাপ্রিওর থেকে চাঁদা সংগ্রহের দাবি নস্যাত্ করা হয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ডিক্যাপ্রিওর মুখপাত্র।
জলহাওয়া পরিবর্তন নিয়ে বিশ্বজোড়া আন্দোলনে বরাবরই সোচ্চার ডিক্যাপ্রিও টুইটারে পরিবেশ বিষয়ক পোস্ট দিয়ে থাকেন। তাঁর পোস্টের মধ্যে রয়েছে সরকারি গাফিলতিতে অ্যামাজন বৃষ্টিবন পুড়ে ছারখার হওয়ার মতো ঘটনাও। বন্যপ্রাণ সংরক্ষণে বছরভর নানান কর্মসূচির আয়োজন করে থাকে তাঁর সংস্থা লিওনার🔯্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন।
গত মঙ্গলবার চাঁদা আদায়ের উদ্দেশে অ্যামজন অরণ্যে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয় ব্রাজিলের স্বেচ্ছাসেবী সংগঠন অল্টার ডি চাও ফায়ার ব্রিগেডের চার সদস্যকে। তবে💞 বৃহস্পতিবার আদালত তাঁদের অভিযোগ থেকে রেহাই দিয়েছে। এই গ্রেফতারির পিছনে বলসোনারো সরকারের হাত রয়েছে বলে সমালোচনায় মুখর হয়েছেন রাজনীতিবিদ ও পরিবেশবিদরা।