করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে ৯০ লাখ পরিবারে চিঠি পাঠালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। চিঠ𒁃ি লেখা হল পঞ্জাবি, গুজরাতি ও উর্দুতেও।
চিঠিতে ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে জনস💫ন জানিয়েছেন, ‘🧸আমরা জানি, ভালো হওয়ার আগে আরও খারাপ হয়।’
প্রধানমন্ত্রীর চিঠির সঙ্গে পাঠানো হয়েছে লিফলেট, যাতে রয়েছে Covid-19 উপসর্গ সম্পর্কে যাবতীয় বিবরণ, বাড়িতে লকডাউন থাকার নিয়মাবলী, হাত ধোওয়ার নিয়ম, উপসর্গ দেখা দিলে বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম এবং দ🉐ূর্বল মানুষকে স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার খুঁটিনাটি।
ব্রিটেনে ১৫ লাখের বেশি ভারতীয়র বাস। ২০১১ সালের জনগণনা বলছে, ২,৭৩,০০ 🌱বাসিন্দা প্রথম ভাষা হিসেবে পঞ্জাবিকে চিহ্নিত করেছেন, ২,৬৯,০০০ জন উর্দুকে এবং ২,১৩,০০০ জন গুজরাতিকে প্রথম ভাষা বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ‘এই সময় আপনার বাড়ির বাইরে বসবাসক꧟ারী আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করবেন না। খুব সীমিত দরকার ছাড়া বাড়ি ছেড়ে বেরোবেন না। খাবার ও ওষুধ কিনতে, দিনে একবার ব্যায়াম করতে বা চিকিৎꦕসককে দেখানোর মতো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। পারলে বাড়ি থেকে অফিসের কাজ করুন।’
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও 🍎তিনি সাবধান করেছেন। জনসন জানিয়েছেন, নিষেধাজ্ঞা ভাঙলে, জমায়েত করলে পুলিশ জরিমানা করবে।
আপাতত ৩ সপ্তাহ লকডাউন ঘোষণা করলেও পরে তা বাড়াতে পারে ব্রিটি🍸শ প্রশাসন, মনে করছেন স্বাস্থ্য কর্তারা।
ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেব🐻ায় বর্তম📖ানে প্রথম সারিতে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরাই।