রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদ🔜ে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করছেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। এদিকে তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে বদল হল আয়কর স্ল্যাবে, কমল স্ট্যান্ডার্ড ডিডাকশন, তবে বাড়ল LTCG ট্যাক্স। হিন্দুস্তান টাইমস🔜ের ব্লগে এই বাজেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া যাবে।
বাজেট আলোচনায় প্রথম বক্তা অভিষেক
আজ লোকসভায় বাজেট পেশের পর অধিবেশন ✅মুলতুবি করা হয়। কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে আলোচনা শুরু হবে বুধবার সকাল ১১টা। রিপোর্🍌ট অনুযায়ী, লোকসভায় বাজেট আলোচনা পর্বে প্রথম বক্তৃতা রাখবেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘বিদেশি কোম্পানিগুলির জন্য কর্পোরেট ট্যাক্সের হার হ্রাসকে স্বাগত’
FedEx, MEISA-র প্রেসিডেন্ট কামি বিশ্বনাথন বললেন, ‘বিদেশি কোম্পানিগুলির জন্য কর্পোরেট ট্যাক্সের হার হ্রাসকে স্বাগত জানাচ্ছি আমরা। কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো উন্নয়নে 🔜ভারসাম্য, একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা, পরিবেশগত স্টুয়ার্ডশিপকে উন্নীত করার জন্য এবং অগ্রিম ডিজিটাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে।’
৫ বছরে ৪.১ কোটি যুবক-যুবতী কাজ পাবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
বাজেট নিয়ে কে🔴ন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বললেন, ‘আগামী পাঁচ বছরে ৪.১ কোটি যুবক-যুবতীর উপর মনোনিবেশ♕ করা হবে এবং তাঁদের কর্মসংস্থান হবে।’
কলকাতায় মেট্রোর ৩ প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দ বাড়ল বাজেটে
এবারের বাজেটে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ৩০০ কোটি বরাদ্দ বেড়েছে। একই সঙ্গে দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে ৪১ 🐽কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এবারের বাজেটে। জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রোতে ৪০৮ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।
‘জনগণের বাজেট নয়’, ভোটের ময়দানে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি মমতার
বাজেট নিয়ে মমতা বললেন, এই বাজেট পক্ষপাতদুষ্ট। জনগণের বাজেট নয়। একটা দল নিজেদের খুশি করতে এই বাজেট করেছে। বাংলার আশপাশের সব রাজ্যগুলোকে ফ্লাড ম্যানেজমেন্টে꧂র টাকা দিল। একমাত্র রাজ্য বাংলা কী অপরাধ করল? যে তাকে একা করে ♕দিলে? এই সরকার বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করলেও কিন্তু ভোটের ময়দানে দেখা হবে। বাংলা একা নয়, একাই একশো।
‘বিহার ও অন্ধ্রপ্রদেশের বাজেট’
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তৃণমূলের অফিশিয়ার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এই কটাক্ষ ছোড়া হয়। এদিন পেশ করা কেন্দ্রীয় ব꧋াজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল বাজেট বরাদ্দ করেছে মোদী সরকার।
‘পশ্চিমবঙ্গকে হিংসা করে কেন্দ্র’
বাজেট নিয়ে মমতা বললেন, এই বাজেট দিশাহীন, জনবিরোধী, দূরদর্শিতাহীন। শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। আমি কোনও আলো দেখতে পাচ্ছ👍ি না। অন্ধকার, অন্ধকার শুধু অন্ধকার। পশ্চিমবঙ্গকে হিংসা করে কেন্দ্র। তাই আমাদের বার বার বঞ্চিত করে।
এটা বাজেট ‘কুর্সি বাঁচাও’: রাহুল গান্ধী
রাহুল🌼 গান্ধী দাবি করেন, এই বাজেট ‘কুর্সি বাঁচাও’ বাজেট হয়েছে। রাহুলের দাবি, শরিকদের মন পেতে এই বাজেট এসেছে। এবিষয়ে রাহুলের দাবি, আঞ্চলিক শরিকদের দল যে রাজ্য থেকে এসেছে তাদের ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর অন্য রাজ্যের মূল্যে এই 'ফাঁকা প্রতিশ্রুতি' এসেছে। ‘AA’ উল্লেখ করে রাহুল আম্বানি, আদানির মতো শিল্পপতিদের প্রসঙ্গ তুলে তাঁর এক্স পোস্টে দাবি করেন যে, সাধারণ মানুষকে কোনও স্বস্তি না দিয়ে ‘AA’কে সুবিধা পা🎐ইয়ে দেওয়া হয়েছে বাজেটে।
বাজেটে দাম বাড়ল কী কী জিনিসের?
- এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
- সরকার নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
- নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ
- সরকার ১০ লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে ১ শতাংশ টিসিএস আদায়ের প্রস্তাবও দিয়েছে।
- সোলার গ্লাসে শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী।
বাজেটে কী কী সস্তা হল?
- মোবাইল ফোন, মোবাইল চার্জারের ওপর মৌলিক কাস্টমস ডিউটি কমিয়ে ১৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
- সোনা ও রূপোর উপর শুল্ক ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ শতাংশ শুল্ক কমানো হয়েছে।
- ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধকে বেসিক কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়া হয়েছে।
- এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাবও করেছিলেন।
- ই-কমার্সে টিডিএসের হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ
- ফেরোনিকেল, বিশেষ ধরনের তামার উপর বেসিক কাস্টমস ডিউটি।
- নির্দিষ্ট ব্রুডস্টক, পলিচেট ওয়ার্ম, চিংড়ি ও মাছের খাদ্যের মূল শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
- চিংড়ি ও ফিস ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের ওপর শুল্ক মকুব করা হয়েছে।
- চামড়া ও বস্ত্র খাতে রফতানির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হাঁস বা হাঁস থেকে রিয়েল ডাউন ফিলিং ম্যাটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে।
- পাইপলাইনে বিদ্যমান এবং নতুন ক্ষমতাকে সমর্থন করার জন্য, অ্যামোনিয়াম নাইট্রেটের বেসিক কাস্টমস ডিউটি ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
- রেজিস্টার তৈরির জন্য অক্সিজেন ফ্রি কপারের উপর থেকে বেসিক কাস্টমস ডিউটি তুলে দেওয়া হয়েছে।
- পরমাণু শক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন এবং হাই-টেক ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে।
এই বাজেট সমাজের প্রতিটি স্তরকে শক্তি দেবে: মোদী
এই বাজেট সমাজের প্রতিটি স্তরকে শক্তি দেবে। ২০২৪-২৩ অর্থবর্ꦆষের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে নিজের প্রতিক্🌌রিয়ায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নতুন কর নিয়মে কাঠামো বদল
করযোগ্য আয় যদি ৩ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আয়কর শূন্য। ৩ লাখ ১ টাকা থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ৫ শতাংশ। ৭ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১০ শতাংশ। ১০ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাক𒆙া পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।
বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন
নতুন আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার ট𓃲াকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।
মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে
মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে টিডিএস ধার্য করা হত দু'শতাংশ। সেটা তুলে নেওয় হচ্ছে। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এদিকে ক্যাপিটাল গেইনস 🎃ট্যাক্সের সরলীকরণ করা হচ্ছে। বিদেশি সংস্থার থেকে কর্পোরেট ট্যাক্সের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ‘এঞ্জেল ট্যাক্স’ তুল🐟ে দেওয়া হচ্ছে।
১৯৬১ সালের আয়কর আইনের পর্যালোচনার ঘোষণা
কেন্দ্রীয় অর্থমন্🤡ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কর প্রক্রিয়াকে আরও সরল করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেই ধারা অব্যাহত রাখা হয়েছে🌱। প্রচুর মানুষ নয়া কর কাঠামোয় এসেছেন। ১৯৬১ সালের আয়কর আইনের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সীতারামন।
দাম কমছে সোনা-রুপোর
সোনা, রুপো এবং প্ল্যাটিনামে শুল্ক কমানো হয়েছে। এদিকে ক্যানসার🧔ের তিনটি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়া🌸 হয়।
আয়কর আইনের পর্যালোচনা, টিডিএস কমানোর ঘোষণা
আইটি আইন ১৯৬১-র ব্যাপক পর্যালোচনার ঘোষ🦩ণা দিয়েছেন নির্মলা সীতারাম꧑ন। এদিকে বেতনের ওপর টিডিএস কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
মোবাইল ও চার্জারের শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হল
মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক শুল্ক কমিয়ে ꦆ১৫ শ♏তাংশ করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বন্যা রুখতে ও পর্যটন প্রসারের জন্য ঘোষণা
বন্যা রুখতে বিহার, হিচামল, অসম, উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্যের দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এদিকে পর্যটনের ওপর বিশেষ নজর। বিহারের একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্💛দ করার ঘোষণা করেছেন নির্মলা। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।
আবাস যোজনায় তিন কোটি বাড়ি, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি। গ্♋রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা।
ইন্টার্নশিপ এবং পড়ুয়াদের প্রশিক্ষণে নজর, দেওয়া হবে শিক্ষা ঋণ
ইন্টার্নশিপের সুযোগ থেকে শুরু করে সরাসরি টাকা পাঠানো, কর্মচারীদের সহায়তা প্রদান-সহ একাধিক ঘোষণা করা হল বাজেটে। বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস বা এক বছর ধরে হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা। প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে। এ꧙দিকে দেশের মধ্যে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে। এর জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র একটি প্রকল্প আনার কথা বলেছে, যাতে ৫ বছর 💙ধরে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।
কেন্দ্রের নজরে বাংলা সহ পূর্ব ভারতের উন্নয়ন
পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের উন্নয়নের ওপর বিশেষ নজর দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি ঘোষণা করলেন, বাংলা, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা কর🃏া হয় আজকের বাজেটে।
EPFO নিয়ে বড় ঘোষণা নির্মলার
প্রথম যাঁরা কাজের বাজারে ঢুকছেন, প্রভিডেন্ট ফান্ডে তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন। নির্মলা আরও ঘোষণা করেন, ছোট সংস্থাগুলির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়꧅া হবে। জানালেন অর্থমন্ত্রী।
কৃষি খাতে বরাদ্দ ১.৫২ কোটি টাকা
কৃষি খাতে বরাদ্দ হবে ১.৫২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হবে। ৫ রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ღড💞ে।
ফসলের উৎপাদনশীলতা বাড়াতে জোর
অর্থমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বℱাড়াতে কৃষি গবেষণাকে রূপান্তরিত করা হবে। তিনি আরও বলেন যে জলবায়ু༺ সহনশীল ফসলের জাত উন্নয়নের জন্যও খামার গবেষণা সেটআপের একটি ব্যাপক পর্যালোচনা করা হবে।
৯টি ইস্যুর ওপর ফোকাস
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন: কৃষিতে উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং দক্ষতা, অন্তর্ভুক্তিমূলক এইচআরডি এবং সামাজিক ন্যায়বিচার, উৎপাদন এবং সার্ভিস, নগর উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, পরিকাঠামো, উদ্ভাবন ও রিসার্চ, পরবর্তী প্রজন্মের সংস্ক🌌ারꦺ - এ ৯টি ইস্যুর ওপর ফোকাস করা হবে এবারের বাজেট।
শিক্ষা ও কর্মসংস্থানে ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন: দেশবাসী আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভরসা রেখেছেন, তার জন্য আমরা দেশের প্রতি কৃতজ্ঞ। মধ্যবিত্ত ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে এই বাজেট। শিক্ষা খাতে ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য। এর൩ ফলে সারা দেশে উন্নয়ন পৌঁছে যাবে।
বাজেট প্রস্তাব পেশ করতে শুরু করলেন নির্মলা
শুরু হল বাজেট অধিবে♑শন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অধিবেশনের সূচনা করেন। এরপর সরকার পক্ষের করতালির মাধ্যমে ডিজিটাল বাজেট পে♛শ করতে শুরু করেন নির্মলা।
রেকর্ড টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা
রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪-২৫ℱ অর্থবর্ষের পূর্ণাঙ্গ ♔বাজেট প্রস্তাবের মাধ্যমে সাধারণ মানুষের পকেটে অর্থমন্ত্রী স্বস্তি দিতে পারেন কি না, সেদিকেই নজর সবার।
সংসদে পৌঁছলেন রাহুল গান্ধী, বাজেট প্রত্যাশা নিয়ে ব্যয় করলেন না শব্দ
কংগ্রেস সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় পৌঁছলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন নিয়ে তাঁর পﷺ্রত্যাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাহুল শুধু একটু মুচকি হেসে জবাব না দিয়ে ঢুকে যান সংসদে।
‘কোটি কোটি ভারতীয় নাগরিক মুদ্রাস্ফীতির শিকার’
আস সাংসদ সঞ্জয় সিং বাজেট উপস্থাপনের আগে বললেন, 'গত ১০ বছরে কোটি কোটি ভারতীয় নাগরিক মুদ্রাস্ফীতির শিকার হয়েছে। আমরা দেখব এর সমাধানে কী ব্যবস্থা নেওয়া হয়। কৃষকরা দীর্ঘদিন ধরে এমএসপি দাবি করে আসছে, এবং এনডিএ মিত্ররাও অগ্নিবীর🉐 প্রকল্প প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে। কর্মসংস্থান, এমএসপি, এবং মুদ্রাস্ফীতি ফোকাসের মূল ক্ষেত্র হবে।'
‘আত্মনির্ভরতা লক্ষ্যে বাজেট’
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ‘২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদীর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতকে আত্মনির্ভর𒆙শীল হতে হবে। দেশ নিয়ম মাফিক ভাবে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এ♛বারও বাজেট ঘোষণায় সেই একই রূপরেখা দেখা যাবে।’
‘অর্থনৈতিক সমীক্ষাও বলছে, বেকারত্বের মতো সমস্যার কথা শুনছে না সরকার’
কংগ্রেস সাংসদ কে সুরেশ এএনআইকে বলেছেন, ‘মোদী সরকারের এর আগের বাজেটগুলি জনবিরোধী ছিল। অর্থনৈতিক সমীক্ষাতেও বলা হয়েছে যে সরকার মূল্যবৃদ্ধি এবং দরিদ্রদের ওবেকারত্বের মতো সমস্যার কথা শুনছে না। সাধারণ মানুষ এর থেকে কোনও সুবিধা পাচ্ছে না। বাজেটে মোদী সরকার সবসময় কর্পোরেটদের রক্ষা করছে।’
বাজেট অনুমোদনের জন্য বসেছে ক্যাবিনেট বৈঠক
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনার আগে ক্যাবিনেটের অন꧙ুমোদন প্রয়োজন। এই আবহে কেন্দ্রীয় বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদে বৈঠক বসেছে।
ভারতের ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ড নির্মলার ঝুলিতেই
২০২০ সালের ১ ফেব্রুয়ারি দু'ঘণ্টা চল্লিশ মিনিটের বাজেট বক্তৃতা দিয়ে🐈ছিলেন নির্মলা সীতারামন। ভারতের ইতিহাসে সেটাই দীর্ঘতম বাজেট বক্তৃতা।&nꦦbsp;
আগে বিকেল ৫টায় পেশ করা হত বাজেট
ঔপনিবেশিক ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ১৯৯৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারির শেষ দিনে বিকেল ৫টায় কেন্দ্রীয় বাজেট পেশ করা হত। প্রথমবারের মতো, যশবন্ত সিং ১৯৯৯ সালে সকাল ১১টায় বাজেট প্রস্তাব পেশ করেছিলেন। এরপর ২০১৭ সাল থ♕েকে ফেব্রুয়ারির শেষ দিনের বদলে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা শুরু হয়।
সংসদে আনা হল বাজেটের কপি
বাজেটের অনুলিপি সংসদে আনা হয়েছে। সংসদে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ𓂃ও।
বাজেট পেশের দিন নির্মলার পরনে কী?
বাজেট পেশের দিন কী পরেছেন অর্থমন্ত্রী 🧸নির্মলা সীতারামন? নির্মলার পরনে আছে সাদা ও রানি রঙের একটি শাড়ি। সঙ্গে উজ্জ্বল রানি রঙের ব্লাউজ। এছাড়া দু হাতে সাধারণ দুটি চুড়ি, গলায় হার ও কানে ছোট দুল আর কপ♉ালে টিপ।
সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামরন
রাষ্ট্রপতির থেকে অনুমোদন পেল বাজেট। এই আবহে বাজেট ট্যাবলেট সঙ্গে নিয়ে সংসদ ভ🍬বনে পৌঁছে গেলেন নির্মলা সীতারামন। আর এক ঘণ্টা পরই লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। গড়বেন নয়া রেকর্ড।
রাষ্ট্রপতি ভবনে গেলেন নির্মলা
সাউথ ব্লক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে রওন হলেন নির্মলা সীতারামন। সেখানে র🍒াষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেটে অনুমোদন দেবেন। পরে সকাল ১১টার সময় সংসদে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা।
রেকর্ড বাজেট পেশের আগে নর্থ ব্লকে নির্মলা
নর্থ ব্লকে পৌঁছে গেলেন নির্মলা সীতারামন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তা🍰রপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন। উল্লেখ্য, স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে ল𒁏াগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
সংসদে বাজেট পেশের আগে অনেক কাজ রয়েছে নির্মলার
সংসদে বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অনেক কাজ আছে। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বাজেটের অনুমোদন 🎐পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন।
কোন কোন জনমুখী প্রকল্পে এবার বাড়তি বরাদ্দ করা হতে পারে?
পিএম আবাস যোজনা, জন ধন যোজনা, জল জীবন 🉐মিশন, মনেগা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে।
একনজরে নয়া আয়কর কাঠামো
করযোগ্য আয় যদি ৩ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আয়কর শূন্য। ৩ লাখ ১ টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ৫ শতাংশ। ৬ লাখ ১ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত🍃 আয়করের হার হল ১০ শতাংশ। ৯ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।
সরকারের ঋণের পরিমাণে থাকবে বিশেষ নজর
অন্তর্বর্তী বাজেটে, বর্তমান আর্থিক বছরের জন্য সরকারের মোট ঋণের পরিমাণ ১৪.১৩ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আর্থিক সংস্থাগুলির কা﷽ছ থেকে প্রত্যাশার থেকে অধিক লভ্যাংশ পাওয়ার পরে এই বাজেটে সরকারি ঋণের দিকে নজর থাকবে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের।
লাইভ বাজেট কোথায় দেখবেন?
হিন্দুস্তান টাইমস বাংলায় কেন্দ্রীয় বা🌞জেটের সবকিছু দেখতে পাবেন। হিন্দুস্তান টাইমস বাংলার পেজে অর্থমন্ত্রী সীতারামনের বাজেট ভাষণের লাইভ দেখতে পারবেন। তিনি কী বলছেন, সেটার লাইভ শুনতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলার পেজে। হিন্দুস্তান টাইমস বাংলার ইউটিউব ও ফেসবুক পেজেও লাইভ সম্প্রচার দেখা যাবে। তাছাড়া সংসদ টিভি, দূরদর্শনে বাজেট ভাষণের লাইভ সম্প্রচার হবে।
ন্যাশনাল পেনশন সিস্টেমে কি কোনও বদল আসবে?
এনপিএ🎃সের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা। আয়কর আইনের ৮০সিসিডি ১বি ধারার আওতায় আরও আয়কর ছাড় দেওয়া হতে পারে। সেইসঙ্গে ম্যাচিওরিটির পরে টাকা তোলার সময় যাতে কোনও কর দিতে না হয়, সেরকম নিয়ম চালু করার পক্ষেও সওয়াল করেছেন অনেকে।
রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কী হবে?
২০২৫ অর্থবর্ষে-এর জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা জিডিপির-এর ৫.১ শতꦍাংশ-এ থাকবে বলে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে, 'বিকশিত ভারত' উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে মূলধন ব্যয় এবং লক্ষ্যযুক্ত সামাজিক ব্যয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপরে বিশেষ নজর দিতে পারে মোদী ৩.০ সরকার।
বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে: রিপোর্ট
একাধিক রিপোর্ট অনুযায়﷽ী, বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে। আপাতত বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হয় না। এবার সেই নিম্নসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। যাঁরা নয়া আয়কর কাঠামোর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাঁরা সেই সুবিধা পাবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
নজরে থাকতে পারে কৃষি
কৃষিকে নজরে রেখে নির্মলা সীতারামন তাঁর বাজেটে একাধিক পদক্ষেপ করতে পারেন বলে আশা করা হচ্ছে। গ্রামীণ ও কৃষি পরিকাঠামো উন্নয়নে🅷 তিনি লগ্নি বাড়ানোর🤪 প্রস্তাব রাখতে পারেন এই বাজেটে। শহুরে ও গ্রামীণ এলাকার উন্নয়নে যাতে ভারসাম্যের অনুপাত বজায় থাকে, তার দিকে নজর রাখা বতে পারে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে।
আয়কর আইনের ৮০সি ধারার করছাড়ের মাত্রা বৃদ্ধির আশা
বর্তমানে আয়কর আইনের ৮০সি ধারার আওতায় প্রতিটি অর্থবর্ষে করযোগ্য আয়কে ১.৫ লাখ টাকা কমাতে পারেন বেতনভোগীরা। সেই করছাড়ের সীমা আরও বাড়ানোর 🤪পক্ষে সওয়াল🃏 করেছেন বেতনভোগী করদাতারা। এই বিষয়ে ক্লিয়ারট্যাক্সের প্রতিষ্ঠাতা অর্চিত গুপ্তা বলেন, মুদ্রাস্ফীতির হার বাড়লেও ২০১৪ সাল থেকে ৮০সি ধারার করছাড়ের মাত্রা অপরিবর্তিত আছে। মুদ্রাস্ফীতির ধাক্কা কাটিয়ে বেতনভোগীদের বিনিয়োগের প্রতি আরও উৎসাহী করার জন্য সেই করছাড়ের মাত্রা আরও বাড়ানো প্রয়োজন।
মূলধনী খাতে ব্যায় ও পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি হতে পারে?
মনে করা হচ্ছে, দেশে পরিকাঠামোগত উন্নয়নেཧর দিকে বেশি ঝুঁকতে পারে মোদী ৩.০ সরকার। সেক্ষেত্রে রাস্তা নির্মাণ ও ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ বাড়তে পারে নির্মলার বাজেটে। তাই বিশেষজ্ঞ মহলের একাংশ আশা করছে, এবারের বাজেটে মূলꦏধনী খাতে ব্যায়ে ও পরিকাঠামো খাতে ব্যাপক ব্যয় বরাদ্দের ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন।
স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধির আশা
অনেকেই ধরে নিয়েছেন যে এবার বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানো হবে। ২০১৯ সাল থেকে সেটা ৫০,০০০ টাকা রয়েছে। বিষয়টি নিয়ে অ্যাকিউব ভেঞ্চার্সের অধিকর্তা আশিস আগরওয়াল বলেন, 'এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনে ৫০ হাজার টাকার 🐠ছাড় পাওয়া যায়। আশা করা হচ্ছে সেই ছাড়ের পরিমাণ বাড়িয়ে ৬০ হাজার বা ৭০ হাজার টাকা করা হতে পারে। এই ঘোষণা হলে সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বেতনভোগী করদাতারা। এর ফলে তাঁদের করযোগ্য আয় কমে যাবে।'
বাজেট নিয়ে কী আশা এডটেক সেক্টরের?
বাজেট নিয়ে কী আশা এডটেক সেক্টরের? এই বিষয়ে অশোকা-র এমডি মনিকা মালহোত্রা কান্ধারি 🙈বলেন, 'আমরা আশা করছি মোদী ৩.০-র প্রথম বাজেটে এডুকেশনাল সলিউশন খাতে বরাদ্দ বাড়াবে কেন্দ্রীয় সরকার। প্রযুক্তিগত শিক্ষা মডেলে বিনিয়োগ করার মাধ্যমে আমরা সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে বদলꦬে ফেলতে পারি। জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে ইন্টারেক্টিভ লার্নিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তাই বাজেটে তার পতিফলন দেখতে পেলে ভালো লাগবে।'
কেন্দ্রীয় বাজেটের সঙ্গে পেশ করা হবে রেল বাজেট
এদিকে আজকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে পেশ করা হবে রেল বাজেট। কত সংখ্যক অতিরিক্ত ট্রেন চালু করা হচ্ছে, রেলের পরিকাঠামো উন্🐬নয়ন খাতে কত বরাদ্দ করা হচ্ছে, বন্দে ভারত বা বুলেট ট্রেন প্রকল্পের ক্ষেত্রে সরকার কোন কোন পদক্ষেপ করছে, তা তুলে ধরবেন নির্মলা সীতারামন। এর আগে অন্তরবর্তীকালীন বাজেটে রেলের জন্যে ২.৫২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
এই বাজেট থেকে কী চাইছে উৎপাদন শিল্প?
এই বাজেট থেকে কী চাইছে উৎপাদন শিল্প? এই বিষয়ে হেঙ্কেল ইন্ডিয়ার প্রেসিডেন্ট এস সুনীল কুমার বলেন, 'এতদিন ধরে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত এবং প্রকল্পের মাধ্যমে ভারত🐼 সরকার উৎপাদন শিল্পের উন্নয়নের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্প এবং পিএলআই স্কিম বিশেষ ভাবে মদত দিয়েছে দেশের উৎপাদন শিল্পে। এই উন্নয়নের ধারাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হলে কর কাঠামোতে প্রতিযোগিতামূলক পরিবর্তন আনতে হবে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর আরও উন্নত করতে হবে, গবেষণা খাতে আরও বিনিয়োগ প্রয়োজন হবে। এছাড়া ব্যবসা যাতে আরও সহজ ভাবে করা যায়, তার দিকেও নজর দিতে হবে সরকারকে। দীর্ঘ মেয়াদের বিনিয়োগকে উৎসাহিত করার জন্যে পরিবেশ তৈরি করতে হবে।'
রেকর্ড টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ নির্মলার
রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ কর🐠বেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। এদিকে তৃতীয় মোদী সরকারের এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী মোদী দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে।
কোথায় লাইভ দেখা যাবে বাজেট?
আজ সংসদে কখন পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট? আজ সকাল ১১টা থেকে সংসদে শুরু হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা। হিন্দুস্তান টাইমসের লাইভ ভ্লগে এই বাজেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া যাবে। পাশাপাশি এই বাজেট লাইভ দেখা যাবে দূরদর্শন টিভি বা সংসদ টিভিত꧟ে। ভারত সরকারের বাজেট সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট //www.indiabudget.gov.in/ এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট finmin.nic.in-এ অর্থমন্ত্রী নির্মলা সীতামরামনের বাজেট বক্তৃতা লাইভ দেখা যাবে।
কর্মসংস্থান নিয়ে কী বলা হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে?
আর্থিক সমীক্ষা বলছে যে পরিষেবা খাত একটি প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী সেক্টর। তবে নির্মাণ খাত সম্প্রতি বেশি প্রাধান্য পাচ্ছে কর্মসংস্থানের দিক থেকে। ঋণ খেলাপির জেরে উৎপাদন খাতে কর্মসংস্থানের হার কমেছে গত এক দশকে। তবে অর্থনৈতিক সমীক্ষায় এও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষ থেকে পুনরায় উৎপাদন খাতে কর্মসংস্থানের হার কি🎐ছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এদিকে রিপোর্টে বলা হয়েছে, ভারতে চাকির চাহিদা মেটাতে অ-কৃষি ক্ষেত্রে ২০৩০ সাল পর্যন্ত টানা বার্ষিক ৭৮.৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে দেশে।
চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত থাকবে?
এদিকে ২০💟২৪-২৫ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৫ থেকে ৭ শতাংশ থাকতে পারে বলে জানানো হয়েছে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে। সমীক্ষায় বলা হয়েছে, 'ভারতীয় অর্থনীতি বর্তমানে শক্তিশালী এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও ভারতীয় অর্থনীতি স্থিতিশীলতা প্রদর্শন করছে। কোভিড-পরব𒅌র্তী সময়ে ভারতীয় অর্থনীতি আগের অবস্থায় ফিরতে পেরেছে নীতিনির্ধারকদের জন্য। এই আবহে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে।'
বাজেটের আগে গতকাল পেশ করা হয় আর্থিক সমীক্ষা রিপোর্ট
বাজেট পেশের আগে সংসদ অধিবেশনের প্রথম দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে উপস্থাপন করেন ২০২৩-২৪༺ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট। সমীক্ষায় জানানো হয়, গত ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে মূল্যস্ফীতির গড় হার ছিল ৬.৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই মূল্যস্ফীতির গড় হার কমে ৫.৪ শতাংশ হয়েছে।