সিএএ নিয়ে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। কয়েকদিন আগেই দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি। সেই বিধি কার্যকর হওয়ার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আবার বহু জায়গায় শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। এই সবের মাঝেই শীর্ষ আদালতে এই নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়। সেই সব মামলাকে সম্মিলিত ভাবে গ্রহণ করে আজ শুনানি হয় শীর্ষ আদালতে। সেই শুনানিতেই কেন্দ্রের জবাব তলব করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তবে আপাতত সিএএ বিধির ওপর কোনও স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন: 'দেড় কোটি নয়,🌟 ৩-৬ লাখ আবেদন করবেন CAA-তে', দাবি মুখ্যমন্ত্রীর, অভ💖িযোগ NRC নিয়ে)
আরও পড়ুন: ভারতে ঘটে যাওয়া ঘুষকাণ্ডে মার্কিন তদন্তের মুখে গৌতম? মুখ খুলল আদানি গ🐟োষ্ঠী
আজ শীর্ষ আদালতে মামলার শুনানির সময়, সলিসিটর জেনারেল তুষার মেহতা সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন। তিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চকে বলেন, সিএএ বিধির ওপর স্থতিদেশ চেয়ে ২০টি আবেদন জমা পড়েছে। এর জবাব দেওয়ার জন্য তাঁর কিছু সময় প্রয়োজন। উল্লেখ্য, এর আগে সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। এই আবহে সিএএ বিধি কার্যকর হওয়ার পর নতুন করে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। তাতে দাবি জানানো হয়, সিএএ-র সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে সিএএ বিধির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনই সিএএ বিধির ওপর স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। তবে এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন: লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন, ♋অঙ্কে ঘুরবে মাথা!)
আরও পড়ুন: ২১-এ মিলিয়েছিলেন অঙ্ক, সেই PK ২৪-🃏এর ভোটে 'পদ্মের চমক' দেখছেন বাংলায়
উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকদিন আগেই দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 𒁏সংক্রান্ত বিধি। এই আবহে বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ভারতীয় নাগরিক হওয়ার জন্যে আবেদন করতে পারবেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এরই মধ্যে সিএএ নিয়ে দেখা দিয়েছে সংশয়। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের সব নথি বাতিল বা সম্পত্তি বাজেয়াপ্ত হবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এদিকে সিএএ কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, তিনি সিএএ-তে আবেদন জানাবেন না। পরে অবশ্য তিনি আবার দাবি করেন, তিনি সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্যে আবেদন জানাবেন। এই সবের মাঝে সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।