দেশে কিছুটা হলেও কমেছে করোনার সংক্রমণ। কিন্তু তার অর্থ এই নয় যে কোভিড সতর্কতায় কোনও ঢিল দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। আজ, অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে করোনা সংক্রান্ত নয়া গাইডলাইনস চালু করল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর অবধি এই সকল নিয়ম 🐬বলবৎ থাকবে।
• স্থানীয় স্তরে নাইট কার্ফু জারি ক꧋রতে পারে রাজ্যগুলি। কিন্তু কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে গেলে লাগবে কেন্দ্রের অনুমতি।
• যে সব রাজ্যে সাপ্তাহিক কেস পজিটিভিটি রেট দশ শতাংশের বেশি, সেখানে রাজ্যদের শিফট ব্যবস্থ♚ায় অফিস চালানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ একসঙ্গে যাতে অনেক লোক অফিসে জড়ো না হন, তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
• স্থানীয় প্রশাসন ও পুলিশের দায়িত্ব থাকবে এটা নজরে রাখার যে কনটেনমেন্🦄ট জোনে সমস্ত ব🐻িধিনিষেধ মানা হচ্ছে।
•যারা কোভিড নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্𝐆থা নেওয়ার অনুমতি রাজ্যদের দিয়েছে কেন্দ্র। মূলত যারা সামাজিক দূরত্ব রাখছেন না বা মাস্ক পরছেন না, তাদের চড়া ফাইন করা হচ্ছে।
• যে কোনও রাজ্যের ভিত💟রে বা বিভিন্ন রাজ্যের মধ্যে ম🐽ানুষ ও পণ্য চলাচলে কোনও বাধা নেই। এর জন্য কোনও আলাদা পাস লাগবে না।
• কনটেনমেন্ট জোনে স্বাস্থ্য দফতরের দলকে বাড়িতে বাড়িতে গিꦕয়ে ক🦋োভিড রোগীদের চিহ্নিত করতে হবে।
• আপৎকালীন পরিস্থিতি ও অত্যাবশ্যক পণ্য কেনা ছাড়া অন্য ক💟োনও কারণে মানুষ যাতে কনটেনমেন্ট জোন থেকে না বেরিয়ে যান সেটা নজরে রাখতে বলা হয়েছে।