আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও ব্যাঙ্কের পꦍ্রাক্তন সিইও চন্দা কোছর ব্যাঙ্কের কাছ থে🍸কে অবসরকালীন পাওনাগন্ডা বুঝে নিতে চেয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট তাঁর এই আবেদনকে নাকচ করে দিয়েছে বলে খবর।
অ্যাডভোকেট হরিশ সালভে উল্লেখ করেন যে হাইকোর্ট কোনও আলোচনা ছাড়াই পিটিশন বাতিল করে দি💞য়েছে।💦
বিচারপতি সঞ্জীব খান্নান্দ এসভিএন💃 ভাট্টি সহ বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপের কোনও যুক্তি নেই।
এদিকে এর আগে ৩ মে বোম্বে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোরꦇ্টে গিয়েছিলেন তিনি। কিন্তু🧔 সুপ্রিম কোর্ট তাঁর আবেদন নাকচ করে দিয়েছে।
অন্য়দিকে কোছরকে অন্তর্বর্তী জামিন দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। তবে সুপ্রিম কোর্টের অপর একটি বেঞ্চ সেই শুনানি আপাতত💙 স্থগিত রেখেছে। আগামী ১১ ডিসেম্বর তা নিয়ে আবার শুনানি হবে।
এদিকে আইসিআইসিয়ের অবসরকালীন সুবিধা🍌র দাবি জানিয়ে কোছর বেশ কিছু তথ্য পেশ করেছিলেন। কিছু নথি ও কিছু কোর্ট অর্ডারও তিনি পেশ করেন। তিনি জানিয়েছিলেন, ব্যাঙ্ক এমন কাউকে চাকরি থেকে বরখাস্𝕴ত করতে পারে না যিনি ইতিমধ্য়েই অবসর নিয়েছেন।
এদিকে ২০১৮ সালের মে মাসে কোছরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়🐠েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভিডিয়োকন গ্রুপকে ৩২৫০ কোটির লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। আসলে স্বামীকে সুবিধা করে দিতে গিয়ে তিনি এসব করেছিলেন বলে দাবি করা হ🔯য়। তাঁর স্বামীর নাম দীপক কোছর।
এরপর ছুটিতে চলে যান কোছর। তারপর তিনি স্বেচ্ছা অ༺বসরের জন্য চিঠি দেন। এটা ব্যাঙ্ক মেনে নেয়। তবে সেই সময় ব্যাঙ্কের তরফে বলা হয়েছিল এটা আসলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল।
মূলত দুর্নীতির মামলায়🌌 অভিযুক্ত তিনি🎃। সেই চন্দা এবার অবসরকালীন সুবিধা চেয়েছিলেন ব্যাঙ্কের কাছ থেকে। কিন্তু সেই মামলা শুনতে চায়নি আদালত। এবার জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।