সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল প্রস্তুত এবং সম্ভবত আগামী সপ্তাহে চালু হবে, সোমবার এমনটাই জানান ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। উচ্চ আদালতের জন্য অনলাইন আরটিআই পোর্টাল তৈরির জন্য একটি 🎀মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণ করেছিলেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘একবার সুপ্রিম কোর্টের পোর্টাল চালু হয়ে গেলে, উচ্চ আদালতগুলিকেও তাদের আরটিআই পোর্টাল চালু করার জন্য বলা হতে পারে।’
প্র🌟ধান বিচারপতি বলেন, ‘আম🤪াদের যদি হাই কোর্টকে কিছু করতে বলতে হয়, তাহলে একটি প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমরা পরের সপ্তাহে আমাদের আরটিআই পোর্টাল চালু করব। তারপরে আমরা প্রশাসনিক দিক থেকে উচ্চ আদালতকে আরটিআই পোর্টাল চালু করার জন্য চাপ দিতে পারি। নিজেদের পোর্টাল চালু করার আগে আমি উচ্চ আদালতগুলিকে এমন কিছু নির্দেশ দিতে পারি না।’ এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল চালু করা নিয়ে একটি আবেদন জমা পড়েছিল। তবে সেই পিটিশনটির নিষ্পত্তি করে শীর্ষ আদালতের তরফে বলা হয়, শীঘ্রই সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল চালু করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে 🌺সুপ্রিম কোর্টের কাজকর্মে স্বচ্ছতা আনতে অনেক পদক্ষেপ করা হয়েছে। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের সমস্ত মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হবে। এর জন্য একটি নিজস্ব প্ল্যাটফর্মও ব্যবহার করবে শীর্ষ আদালত। তবে আপাতত ইউটিউবেই এই সম্প্রচার চলছে। যদিও এতে কপিরাইট জটিলতা তৈরি হয়েছে। এই আবহে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, নয়া প্ল্যাটফর্ম তৈরি হলেই শুনানি আর ইউটিউবে সম্প্রচারিত হবে না। তখন তা শীর্ষ আদালতের নিজস্ব পোর্টালেই দেখানো হবে। সেই পোর্টালেই শীর্ষ আদালতে দায়ের হওয়া আরটিআই মামলা সম্পর্কে মানুষ যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছিল।