ডোকলাম ও সিকিমের স্পর্শকাতর সীমান্ত এলাকার কাছে দুটি নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছ♓ে চিন। 🌳সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে বেজিংয়ের নয়া চাল।
টুইটারে @detresfa নামধারী তথ্য বিশ্লেষকের শেয়ার করা পোস্টের ছবিতে পরিষ্কার বোঝা গিয়েছে, সীমান্ত অঞ্চলে দু’টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ছে চিনের পিপলস লিবারেশন আর্মি। সিকিমের খুব কাছাকাছি দু’টি স্থানই ভারতীয় সেনার রাডারে ‘সন্দেজনক এলাকা’ তালিকাভুক্ত বলে জানা গিয়🍰েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলি থেকে নিশানা ভেদ করতে আরও সফল হবে চিনা সেনা। দু’টি ঘাঁটিই ডোকা লা গিরিপথ থেকে প্রায় ৫০ কিমি আওতার মধ্যে এবং ডোকলাম মালভূমির কাছে, যেখানে ২০১৭ সালে ভারত ও চিনা সেনার মধ্যে ৭৩ দিন ব্যাপী সামরিক দ্বন্দ্ব ঘটে এবং গত ৯ মে দুই দেশের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় চার ভারতীয় ও সাত চিনা সে⛦না আহত হন।
@detresfa জ𒉰ানিয়েছে, উল্লিখিত দুই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী নিয়মিত নজরদারি অভিযান চালায়। এই কাজে ব্যবহার করা হয় পি-৮ পোসাইডন নজরদা𓆉রি বায়ুযান। উপগ্রহ চিত্রে স্পষ্ট, ভারত, ভুটান ও চিনের ত্রিদেশীয় সীমান্তের সংযোগস্থলের কাছেই একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ছে পিএলএ। অন্যটি তৈরি হচ্ছে সিকিমের বিপরীতে চিনা ভূখণ্ডে।
এখনও পর্যন্ত 🔯চিনের এই উদ্যোগ সম্পর্কে কোনও মন্তব্য করেনিไ দিল্লি।