ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের (সিএমসি ভেলোর) ছাত্রদের ব়্যাগিংয়ের বিভীষিকাময় একটি ভিডিয়ো সামনে আসে সম্প্রতি। ভিডিয়োতে দেখা গিয়েছিল, সিনিয়র ছাত্রদের জুনিয়রদের সঙ্গে র্যাগিং করতে দেখা যাচ্ছে। ভ🔥িডিয়োতে দেখা যায়, জুনিয়র ছাত্রদের অন্তর্বাস পরে মাঠের চারপাশে দৌড়াতে দেখা যায়।
সিএমসি-র অধ্যক্ষ ডঃ সলোমন সতীশকুমার মঙ্গলবার বলেছেন যে ইনস্টিটিউটের র্যাগিং সংক্রান্ত একটি 'জিরো টলারেন্স নীতি' রয়েছে। এই ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অ্য🥀ান্টি র্যাগিং সেলের কাছে রিপোর্ট জমা দেবে। এদিকে সিএমসি ডিরেক্টর বিক্রম ম্যাথিউ বুধবার বলেন যে কলেজ গত রবিবার একটি ইমেলের মাধ্যমে𒊎 অভিযোগ পেয়েছিল। ডঃ ম্যাথিউ বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন এবং আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ কমিটি একটি প্রতিবেদন জমা দেবে। আমরা কোনও প্রকারের র্যাগিংকে প্রশ্রয় দিই না। আমরা র্যাগিংয়ের ঘটনা মেনে নেব না।’
এর আগে রবিবার একজন টুইটার ব্যবহারকারী কলেজ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং অন্য আরও অনেককে ট্যাগ করে একটি ভিডি𓆉য়ো পোস্ট করে। এরপরই এই র্যাগিংয়ের ঘটনাটি প্রকাশ্যে আসে। এর আগেই অবশ্য এই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা যায়, ভেলোরের উপকণ্ঠে বাগায়ামের প্রাঙ্গণে পুরুষদের হোস্টেলের ভিতরে কিছু ছাত্রকে অর্ধনগ্ন অবস্থায় (শুধুমাত্র তাদের অন্তর্বাস পরে) প্যারেড করানো হচ্ছে। একটি পাইপ থেকে তাদের উপর জল ছিটিয়ে মাটিতে শুইয়ে ‘কিছু কাজ’ করতে বলা হয়। এমবিবিএস প্রথম বর্ষের একজন শিক্ষার্থী একটি অনলাইন পোস্টে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। পোস্টে তিনি শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। ভেলোরের পুলিশ সুপার এস রাজেশ কান্নান বলেন, ‘আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’