১৯ বছরের এক তরুণের মনে নাকি দৃঢ় বিশ্বাস জন্ম🧸ায় যে তাঁর মধ্যে সুপারপাওয়ার রয়েছে! আর, নিজের সেই বিশ্বাস প্রমাণ করতেই সটান হস্টেলের পাঁচতলা থেকে নীচে🐼 ঝাঁপ মারেন তিনি! ফল যা হওয়ার তাই হয়েছে। আপাতত হাড়গোড় ভেঙে বিছানা নিয়েছেন ওই তরুণ। চলছে চিকিৎসা।
সোমবার সন্ধেয় এই ঘটনা ঘটে তামিল🉐নাড়ুর কোয়েম্বাটোর জেলার মালুমিচাপট্টি এলাকা সংলগ্ন করপগম কল♈েজ অফ ইঞ্জিনিয়ারিং চত্বরে।
প্রাথমিকভাবে জানা গিয়�🌃�েছে, পাঁচতলা থেকে নীচে পড়ার পর ওই তরুণের হাত ও পায়ের হাড় ভাঙার পাশাপাশি, তাঁর মাথায়েও চোট লেগেছে। আপাতত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ১৯ বছরের ওই তরুণের নাম এ প্রভু। তিন🅷ি আদতে ইরোডে জেলার পেরুনদুরাইয়ের কাছে অবস্থিত মেক্কুর নামক একটি গ্রামের বাস𝐆িন্দা।
সংশ্লিষ্ট কলেজের বিটেক তৃতীয় বর্ষের ছ💝াত্র প্রভু পড়াশোনা 🌸করছেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স নিয়ে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, প্রভু বিশ্বাস করেন যে কল্পবিজ্ঞান বা কমিক্স🍸ের সুপারহিরোদের মতোই তাঁরও সুপার পাওয়ার আছে। তাই, তাঁর মনে হয়েছিল, তিনি অনায়াসেই হস্টেলের পাঁচতলা থেকে নীচে ঝাঁপ মারতে পারবেন!
প্রভুর রুমমেটদের দাবি, তিনি নাকি মাঝেমধ্যেই তাঁদের বলতেন, যে তাঁর মধ্যে অলৌকিক শক্তি রয়েছে। এমনকী, ওই রুমমেটরা দাবি করেন, গত সপ্তাহেই নাকি তাঁদের কাছে প্রভু বলেছিলেন, কেউ একজন তাঁর উপ🧸র জাদুবিদ্যা প্রয়োগ করেছেন এবং তার প্রভাব তিনি এড়াতে পারবেন না!
সূত্রের ওদাবি, সোমবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ প্রভু পাঁচতলায় ছিলেন। সেই সময় অন্য আবাসিকরাও হস্টেলের পাঁচতলার বারান্দায় গল্পগুজব করছিলেন। হঠাৎই প্রভু পাঁচতলা থেকে সটান নীচে ঝাঁপ মারেন এবং সরাসরি মাটিতে এসে পড়েন!
এই ঘটনার পর হস্টেলের বাকি ছাত্ররাই প্রভুকে প্রথমে শহরতলির করপগম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু, প্রভুর হাত ও পায়ের একাধিক হাড় ভাঙা থাকায় তাঁকে রে🙈ফার করে দেওয়া হয়।
এরপর তাঁকে সংশ্লিষ্ট বেসরকারি হꦿাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।