বোরখা পরে থাকা ছাত্রীদের মুম্বইয়ের একটি কলেজের ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কলেজের সামনে বিক্ষোভ করেন পড়ুয়া এবং অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে চেম্বಌুরের এনজি আচার্য এন্ড ডিকে মারাঠে কলেজে। পড়ুয়াদের বিক্ষোভের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, ধর্মীয় কারণে তারা বোরখা পরে বহুদিন থেকেই কলেজে যাচ্ছে। কিন্তু এদিন তাদের কলেজে গেটের বাইরে আটকে দেওয়া হয়। পড়াশোনার সঙ্গে তাদের বোরখা পরার কোনও সম্পর্ক নেই বলেও দাবি তোলে পড়ুয়ারা।
আরও পড়ুন: Burqa Dance: কলেজের অনুষཧ্ঠা🦩নে বোরখা পরে উদ্দাম নাচ, সাসপেন্ড চার ছাত্র
গত ১ অগস্ট থেকে ওই কলেজে বোরখা পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জানানো হয়, বোরখা এবং হিজাব নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার পর ওয়াশরুমে তা খুলে ফেলে স্কুলের পোশাক পড়তে হবে। কলেজের তরফে জানানো হয়, ৮ অগস্ট থেকে ইউনিফর্ম নীতি কঠোরভাবে আরোপ করা হবে। সমস্ত শিক্ষার্থীকে ক্লাসরুম সহ ক্যাম্পাসে স্কুলের ইউনিফর্মে থাকতে হবে। বোরখা পরা ছাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার গেটেই তাদের থামানো হয়। তাদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এক ছাত্রীর বক্তব্য, ‘আমরা ইউনিফর্ম পরার বিপক্ষে ছিলাম না। কলেজ আমাদের সমস্যা বুঝতে পেরেছে এ🐭বং আমাদের ওয়াশরুমে পোশাক পরিবর্তন করার অনুমতি দিয়ে🥂ছে।’
উল্লেখ্য, কলেজটি ১৫ জুন থেকে একাদশ এবং দ্ব🔯াদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ইউনিফর্ম চালু করেছে। সেই অনুযায়ী মেয়েদের কুর্তি, সালোয়ার কামিজ এবং ওড়না পরতে হবে। আর জামা এবং ট্রাউজার পরতে হবে। যেহেতু মুসলিম সম্প্রদায়ের মেয়েরা তাদের ইউনিফর্মের উপর বোরখা এবং হিজাব পরেছিল তাই কলেজ তাদের গেটের বাইরে আটকে দেওয়া হয়। ছাত্রীরা কলেজের ওয⛎়াশরুমে তাদের বোরখা পরিবর্তন করে স্কুলের পোশাক পরার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল। শেষে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের পরে তাদের বোরখা এবং হিজাব পরে ক্যাম্পাসে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করতে বলা হয়েছে। যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ তারা হিজাব পরতে পারবে। ক্লাস শেষ হওয়ার পর আবার বোরখা পরে বাইরে যেতে পারবে।
কলেজের অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি, ক্যান্টিন এবং জিমখানা সহ ক্যাম্পাসে ইউনিফর্মে থাকতে হবে। সিনিয়র কলেজ ছাত্রদের ইউনিফর্ম নেই এবং ক্যাম্পাসে বোর🍸খ🥀া ও হিজাব পরতে বাধা নেই।