কংগ্রেস সভাপতি নির্বাচনে ‘অফিশিয়াল’ প্রার্থী হিসেবে ধরা হচ্ছে মল্লিকার্জুন খড়গেকে। এই আবহে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কংগ্রেস নেতা আদতে সনিয়া-রাহুলদের কথাতেই কাজ করবেন। এই আবহে এবার গান্ধী ঘনিষ্ঠতা প্রসঙ্গে মুখ খুললেন খড়গে। শুক্রবার সাংবাদিকদের মল্লিকার্জুন বলেন, ‘লোকে𓂃 বলে আমি একজন রিমোট কন্ট্রোল এবং নেপথ্যে থেকেই কাজ করি। তারা বলে যে সনিয়া গান্ধী যা বলবেন আমি তাই করব। আমি বলতে চাই যে কংগ্রেসে রিমোট কন্ট্রোল বলে কিছু নেই। মানুষ꧅ একসঙ্গে মিলে সিদ্ধান্ত নেয়। যদিও আমি জানি যে কিছু লোক এই (রিমোট কন্ট্রোল) ধারণা তৈরি করার চেষ্টা করছে।’
এদিকে শশী থারুর প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খড়গে বলেন, ‘আমি কীভাবে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আটকাতে পারি? আমি এই জাতীয় জিনিসগুলিতে বিশ্বাস করি না এবং আমি এর জন্য এখানে নেই। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমার দলের কর্মী-সমর্থকরা যখন আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানাচ্ছে, আমি কি পালিয়ে যাব?’ রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা আরও বলেন, ‘আমি ꧟আমার দলের আদর্শ, গান্ধী, নেহরুর আদর্শকে বাঁচাতে এবং সর্দার প্যাটেলের দেওয়া ঐক্যের আহ্বানকে শক্তিশালী করতে মাঠে নেমেছি।’
বিজেপির সমালোচনা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী কতবার তাঁর দলের সভাপতির নির্বাচন করিয়েছেন? সব সভাপতিই সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছিল ওই দলে। তারাই এখন কংগ্রেসের সভাপতি নির্বাচনের🔯 বিরুদ্ধে প্রচার করার চেষ্টা করছে? বিজেপির রিমোট কন্ট্রোল কোথায়? আমি যখন সভাপতি হব, রিমোট কন্ট্রোল আমার সাথে থাকবে।’