বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress on PM Modi: ‘আমি ভগবান নই,’ মোদীর মন্তব্যের জবাবে আগের ভিডিয়ো নিয়ে হাজির কংগ্রেস
পরবর্তী খবর
শুক্রবার জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে একটি পডকাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আমি ঈশ্বর নই’ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।
শুক্রবার ইউটিউবে প্রকাশিত দুই ঘণ্টারও বেশি সময় ধরে পডকাস্টে প্রধানমন্ত্রী বলেন, তিনি সহ সবাই ভুল করেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর একটি ভাষণের কথা স্মরণ করে মোদী বলেন, 'আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তখন আমি একটি ভাষণ দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম, 'আমি কঠোর পরিশ্রম থেকে পিছপা হব না' এবং 'আমি নিজের জন্য কিছু করব না' এবং ‘আমি মানুষ যে ভুল করতে পারি, তবে খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কখনও ভুল করব না। এটাই আমার জীবনের মন্ত্র। সবাই ভুল করে, আমিও করি। সর্বোপরি, আমি একজন মানুষ, কোনও ঈশ্বর নই,’ পডকাস্টে বলেছিলেন মোদী।