প্রাথমিকভাবে অনুমান ছিল, দিল্লির বিভিন্ন মসজিদে তবলিঘি জামাতের ১৮৭ জন রয়েছেন। সেই হিসেবে যে কতটা গলদ ছিল, তল্লাশিত𒊎ে নেমে বুঝতে পারেন দিল্লি পুলিশ আধিকারিকরা। গত চারদিনেꦚ রাজধানীর বিভিন্ন প্রান্তের মসজিদে ৮০০ জনের বেশি বিদেশিকে চিহ্নিত করা হয়েছে। তার জেরে চিন্তায় রীতিমতো ঘুম ছুটেছে প্রশাসনের।
আরও পড়ুন : করোনার জেরে স্থগিত ভারতে অনুষ্ঠিত হতে চলা FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বি♐শ্বকাপ
দিল্লি🥂র সুরক্ষা বাহিনীর এক আধিকারিক বলেন, 'আমাদের বিশ্বাস, বাকি ৯০০ জনের মতো বিদেশি🐠 জামাত কর্মী শহরের বিভিন্ন মসজিদে লুকিয়ে আছেন।'
আরও পড়ুন : Coronavirus Update: এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ এয়ার ইন্ডিয়ার, মহারাষ্ট্র🌄ে লকডাউন বাড়ানোর ইঙ্গিত
চলতি সপ্তাহের শুরুতে জামাতের সদর দফতর মার্কাজ থেকে প্রায় ২,৩০০ জনকে বের করা হয়েছিল। তখন জানা গিয়েছিল, নিজামুদ্দিনে জামাতের জমায়েতে যোগ দেওয়ার পর ১৮৭ জন বিদেশি ও কমপক্ষে ২৪ জন ভারতীয় দিল্লির বিভিন্ন মসজিদে রয়েছেন। তাঁদের খোঁজার জন্য দিল্লি সরকারকে জরু🌃রি বার্তা পাঠায় পু🌃লিশ। সেজন্য রাজধানীর ১৬ টি মসজিদের একটি তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু তল্লাশি পর্বে আসল যে সংখ্যাটা পুলিশের হাতে এসেছে, তাতে উদ্বেগ কয়েক গুণ বেড়েছে। এক আধিকারিকের গলায় সেই সুরই মিলল। তিনি বলেন, 'সবথেকে বড় ভয় হল যে তাঁদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হতে পারেন। ইতিমধ্যে অনেককে সংক্রামিতও করতে পারেন।'
আরও পড়ুন : Covid-19: কথা বলা, নিশ্বাস নেওয়া থেকেও ছড়♛াতে পারে করোনাভাইরাস, দাবি গবেষকদের
সুরক্ষা 𓆉বাহিনীর হিসেব অনুযায়ী, মার্কাজের রেজিস্টার অনুযায়ী ২,১০০ জন বিদেশি সেখানে এসেছিলেন। যাঁরা গত ১🗹-১৮ মার্চের মধ্যে দেশে নেমেছিলেন। মার্কাজ খালি করার সময় তাঁদের মধ্যে ২১৬ জন জামাতের সদর দফতরে ছিলেন। ততদিনে ৮২৪ জন ধর্মীয় কাজের জন্য মার্কাজ থেকে চলে গিয়েছিলেন।
আরও পড়ুন : হাসপাতালে উলঙ্গ হয়ে ঘুরছেন, নার্সদের অশালীন অঙ্গভঙ্গী ক💞রছেন তবলিগের আক্রান্তরা
দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন ওই বিদেশি জামাত কর্মীরা। যা দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। দিল্লির সুরক্ষা বাহিনীর ওই কর্তা জানান, উত্তর-পূর্বের জেলার মসজিদে প্রায় ১০০ জনের খোঁজ পাওয়া গিয়েছে। দক্ষিণ-পূর্বের জেলাগুলিতে সেই সংখ্যাটা ২০০। দক্ষিণ ও পশ্চিমের জেলায় ১৭০ ও সাতজনের সন্ধান মিলেছে। তবে এখনꦕও চূড়ান্ত সংখ্যা নিয়ে মুখ খুলতে নারাজ দিল্লির স্বরাষ্ট্র দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি বলেন, 'আমরা এখনও চূড়ান্ত রিপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় আছি। '
আরও পড়ুন : অভব্য নিজামুদ্দিনের আক্𒆙রান্তরꦇা, চিকিৎসকদের গায়ে থুতু ছিটিয়ে গালিগালাজ
ফলে দুশ্চিন্তা কোনওভাবেই কাটছে না প্রশাসনের। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দিল্🔯লি শহরে ৩৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫৯ জন মার্কাজে ছিলেন। দিল্লিতে 💧করোনায় মৃত ছ'জনের অর্ধেকের সেই জামাত যোগ ছিল।