করোনা সংক্রমণে একদিনে ৩২,৬৯৫ জন আক্রা🌠ন✤্তের জেরে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬০৬ জন।
বৃহস্পতিবার সকালে দেশে মোট করোনা আক্রান্তের স൲ংখ্যা দাঁড়াল ৯,৬৮,৮৭৬। এর মধ্যে অ্যাক্টিভ রোগী ৩,৩১,১৪৬, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,১২,৮১৫ জন এবং মারা গিয়েছেন মোট ২৪,৯১৫ জন। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
মন্ত্রক জানিয়েছে, ভারতে Covid-19 আক্রান্ত রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৫,৬৪০, মৃত ১০,৯২৮। অন্য দিকে, তামিল নাডুতে মোট রোগী ১,৫১,৮২০ এবং মৃতের সংখ্যা ২,১৬৭। দিল্লিতে মোট করোনা রোগী আপাতত ১,১ও৬,৯৯৩ এবং মারা গিয়েছেন ৩,৪৮৭ জন।
১৫ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,২৭,৩৯,৪৯০টি নমুনার কোভিড পরীক্ষা করা হয়েছে।🍌 তার মধ্যে বুধবার পরীক্ষা করা হয়েছে ৩,২৬,༺৮২৬টি নমুনা। এই পরিসংখ্যান দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)।