অতিরিক্ত ১০০ কোটি কোভিড ভ্যাক্সিন ডোজ ജপেতে ফাইজার-এর সঙ্গে বুধবার চুক্তি পাকা করেছে আমেরিকা। কিন্তু তারই পাশাপাশি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অ্যালার্জিপ্রবণ জনসংখ্যায় ক্লিনিক্যাল ট্রায়ালের আয়োজন করতে টিকা উৎপাদক সংস্থার সঙ্গে আলোচনায় বসল আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেল্থ (NIH)।
সিএনএন সূত্রে জানা গিয়েছে, ফাইজারের টিকার প্রভাবে অ্যালার্জির অনুপাত অন্য যে কোনও কোভিড ভ্যাক্সিনের তুলনায় বেশি বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প জমানার অপারেশন ওয়ার্প স্পিড-এর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মনসেফ স্লাউই।♚
এর আগে ফাইজার ও বায়োএনটেক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ভ্যাক্সিন সম্পর্কে সতর্কতামূলক বিজ্ঞরপ্তি প্রকাশ করে ব্রিটেন সরকার। নির্দেশিকায় অ্যালার্জিপ্রবণ রোগীদের এই ভ্যাক্সিন না ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দুই ব্রিটিশ স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়র জেরে ফাইজারের টিকা সম্পর্কে ব্রিটেনের ন্যাশনা♎ল হেল্থ সার্ভিস-এর উদ্দেশে সতর্কতামূলক পরামর্শ জারি করে মেডিসিনস অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (MHRA)।
সংস্থার চিফ একজিকিউটিভ জুন রাইন পার্লামেন্ট কমি🔜টির সামনে স্বীকার করেছেন, ব্রিটেনে ব্যাপক হারে ক্লিনিক্যাল ট্রায়ালে পার্শপ্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জির প্রাদুর্ভাব বড় সমস্যা হিসেবে কখনও দেখা যায়নি। কিন্তু পরবর্তীকালে বিষয়টি গুরুতর হয়ে ওঠার পরে সাবধানী হয়েছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রক।
মার্কিন খাদ্য ও ওষুধ দফতর জরুরিভিত্তিক ব্যবহারের অনুমোদন দেওয়ার🌳 পরে কোভিড মোকাবিলায় ফাইজার-বায়োএনটেক এবং পরে মডার্না সংস্থার তৈরি ভ্যাক্সিনগুলি ব্যবহারের সিদ্ধান্ত নেয় ব্রিটেন। সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে মোট ৭০ কোটি ডোজ কোভিড ভ্যাক্সিন সরবরাহ করবে ফাইজার-বায়োএনটেক। অবশিষ্ট ভ্যাক্সিন ৩১ জুল൲াইয়ের মধ্যে সরবরাহের প্রচতিশ্রুতিও দিয়েছে উৎপাদক সংস্থা।