আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘মোখা’। যা ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে তাণ্ডব চালাতে পারে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হবে ‘মোখ♊া’। তারপর রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমার෴ের কেয়াকফিউয়ের মধ্যে দিয়ে উপকূল পার করবে। পশ্চিমবঙ্গের উপর সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও ‘মোখা’-র প্রভাবে আজ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে ত্রিপুরা ও মিজোরামে। রবিবার ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
শুক্রবার সকালে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শেষ ছ'ঘণ্টায় (ভোর ৫ টা ৩০ মিনিট পর্যন্ত) নয় কিলোমিটার বেগে ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর হয়েছে। পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আপাতত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোসাগরের যে জায়গায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অব🍒স্থান করছে, তা পোর্টব্লেয়ারের পশ্চিম ও উত্তর-পশ্চিমে ৫২০ কিমি, বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১,০১০ কিমি এবং মায়ানমারের সিটওয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চ🤪িমে ৯৩০ কিমি দূরে অবস্থিত।
মৌসম ভবনের বুলেটিনে আরও জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর🦋্ব-মধ্য বঙ্গোসাগরের উপর আরও শক্তিশালী হবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। তারপর আগামী রবিবার দুপুরে কক্সবাজার (বাংলাদেশ) এবং কেয়াকফিউয়ের (মায়ানমার) মধ্যে দিয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূল এবং উত্তর মায়ানমার উপকূল পার করবে। যা সিটওয়ের কাছে হবে। সেইসময় অতি প্রবল ঘূর্ণিঝড় থাকবে ‘মোখা’।♑ ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১৫০-১৬০ কিমি হবে। কখনও কখনও তা ১৭৫ কিমিতেও পৌঁছে যেতে পারে।
‘মোখা’-র প্রভাবে ভারতে বৃষ্টির পূর্বাভাস
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ আন্দামান দ্বীপপুঞ্জের কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। শনিবার ত্রিপুরা🌟 ও মিজোরামের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। রবিবার ওই দুটি রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আবার রবিবার মণিপুর, দক্ষিণ অসম এবং নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
‘মোখা’-র প্রভাবে ভারতের বিভিন্ন প্রান্তে ঝড়ের বেগ
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ মণিপুরে ঝোড়ো হাওয়ার বেগ ৫০-৬০ কিমি হবে। কখনও কখনও দ💮মকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যেতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আজ🐼 থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা ꦅহয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার 🦩HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.o🌃nelink.me/277p/p7me4aup)