বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। কিন্তু নির্ভয়াকাণ্ডের 🦄দণ্ডিতদের আদৌও শনিবার ফাঁসি হবে কিনা, তা নিয়ে সংশয় মিটছে না। এরইমধ্যে দিল্লির একটি আদালতে তিহাড় জেল কর্তৃপক্ষ জানাল, চারজনকে আলাদাভাবে ফাঁসি দেওয়া যেতে পারে। তা অবৈধ নয়।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে💟র সাত ꦫবছর- ফাঁসুড়ে হতে চেয়ে বিদেশ থেকে চিঠি তিহাড়ে
১ ফেব্রুয়ারি ফাঁসির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লির আদালতে গিয়েছে চার দণ্ডিত। শুক্রবার সেই শুনানিতে এ🐼কটি রিপোর্ট জমা দেন সরকারি আইনজীবী ইরফান আহমেদ। তিনি জানান, এক দণ্ডিত বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জির এখনও নিষ্পত্তি হয়নি। বাকি তিনজনের কোনও আবেদন আদালতে পড়ে নেই। তাই তাদের তিনজনকে নির্ধারিত দিনেই ফাঁসি দেওয়া যেতে পারে। তিহাড় জেলের তরফে আদালতে জানানো হয়, মুকেশ কুমারের সামনে আর কোনও আইনি পথ থোলা নেই।
আরও পড়ুন : হিংস্র শ্বাপদের মতো মরবে𝓰 নির্ভয়ার অত্যাচারীরা, ঘোষণা ফাঁসুড়ের
যদিও সেই সওয়ালের বিরোধিতা করেন আইনজীবী এ পি সিং। যিনি তিন দণ্ডিত - অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও পবন গুপ্তের হয়ে সওয়াল করছেন। 💟তিনি বলℱেন, 'এই দোষীরা সন্ত্রাসবাদী নয়।'
আরও পড়ুন : নির্ভয়া-দোষীদের ফাঁসির 𒁃ড্রেস রিহার্সাল হল তিহাড়ে
জেলের ৮৩৬ নম্বর নিয়ম উল্লেখ করে তিনি জানান, যখন একাধিক জনকে একসঙ্গে ফাঁসির রায় দেওয়া হয়, তখন তাদের সকলের সব আইღনি পথে শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না।
আরও পড়ুন : 'ইন্দিরা জয়সিংয়ের মতো লোকের জন্য ধর্ষণ হয়🌃', কড়া জবাব নির্ভয়ার মা
সিং বলেন, '(ঘটনার সময়) নাবালক আর্জিꦗ খারিজের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে পবন। অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের থেকে রায়ের কপি পাওয়ার পর আমি প্রাণভিক্ষার আর🌊্জি জানাব।'
আরও পড়ুন : কঙ্গনার তোপের মুখে আইনজীবী ইন্দিরা জয়সিং, বললেন 'এঁরাইꦦ ধর্ষকদের জন্ম দেয়'
সিংয়ের সুরেই সওয়াল করেন মুকেশের আইনজীবী বৃন্দা গ্রোভার। তিনি বলেন, 'মৃত্যুদণ্ডের আদেশ একসঙ্গে দেওয়া হয়েছে। আমার মক্কেলকে (আলাদাভাবে) ফাঁসি দেওয়া যেতে পারে না। তাই ফাঁসির উপর স্থগিতাদেশ দেওয়া উচিত🍌।'
আর পড়ুন : 'মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে', কাঁদতে কাঁদতে ব🐻ললেন নির্ভয়ার মা