দেওয়ার কথা ༺ছিল হিরে। তার বদলে পার্সেলের ভিতর থেকে বেরিয়ে এল গুটখার প্যাকেট! ৩২ লক্ষ টাকার হাই প্রোফাইল প্রতারণা ঘটে গিয়েছে গুজরাটে। সেখানে এক হিরে ব্যবসায়ী ঋষণ ভোরা অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। তাঁর অভিযোগ, জনৈক হিরে ব্যবসার দালাল রাহিল মাজনানিকে নিয়ে। রাহিল মাজনানির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতারণা করে হিরের জায়গায় পার্সেলে গুটখা, তামাক দিয়ে ভরিয়ে দিয়েছিলেন পার্সেল।
হিরে ব্যবসায়ী ঋষভ ভোরার থেকে ৩২ লাখ টাকার হিরে ঋষভের কাছে তা কিনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহিল। সেই হিরে-দালাল রাহিল অন্য ব্যবসায়ীকে বিক্রি করে টাকা ঋষভকে দেবেন বলে জানান। এদিকে, ফেবরুয়ারির ১৩ থেকে ২১ তারিখের মধ্যে ঋষণ তিন পার্সেল ভর্তি হিরে সংগ্রহ করেন। সেই সময় ঋষভকে ২ লাখ টাকা দেন ওই ব্য়ক্তি। সেই টাকা টোকেন হিসাবে দেন তিনি। তার ৩-৪ দিনে বাকি টাকাঋষভকে দেবেন বলেও তা ফেরত দেননি বলে রাহিলে😼র বিরুদ্ধে অভিযোগ ঋষভের। এলাকার মাহিধরপাড়া পুলিশ স্টেশনে এই ঘটনার অভিযোগে এই সমস্ত তথ্য ঋষভ পুলিশকে দেন।
( রাজা চার্লসের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান🤡ে বিগড়ে গেল ঘোড়া! তেড়েফুড়ে কী ঘটাল)
তবে ঋষভের অভিযোগ, ৩২ লাখের হিরের টাকা যখন রাহিল ফেরাচ্ছিলেন না তখনই তাঁ সন্দেহ হয়। এরপর রাহিলের সঙ্গে তিনি যোগাযোগ করেন। বলেন, হিরে ফিরিয়ে দিতে। শেষমেশ তিন সুটকেস ভর্তি হিরে নেওয়ার জন্য রাহিল ডেকে পাঠান ঋষভকে। ঋষণ সেখানে গিয়ে রাহিলের সামনেই সুটকেস খোলার কথা বলেন। আর খুলতেই দেখেন তাতে ঠাসা রয়েছে গুটখা আর তাম🔴াকের শ্যাচেট। ঋষভের অভিযোগ, অন্য এক হিরে বিক্রেতার সঙ্গে মিলে রাহিল, ঋষভকে প্রতারণা করেছেন। এই অভিযোগে তিনি পুলিশের দ্বারস্থ হন। এদিকে, থানায় এই মামলায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, মামলায় কতজন জড়িত। ঘটনায় একজন গ্রেফতার হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App 🌟থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক