প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্র উদ্ধৃত করে মার্কি🍒ন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের এস্টেট থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে সংঘাত যাতে আরও বৃদ্ধি না পায়, সেই আর্জি জানান ট্রাম্প। তিনি জানান যে ইউরোপে মার্কিন সেনার যথেষ্ট উপস্থিতি আছে। আর সেই পরিস্থিতিতে ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য আলোচনার টেবিলে বসতে চান। নাম গোপন রাখার শর্তে একাধিক সূত্র জানিয়েছেন যে এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানার দরকার আছে। আর তাতে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে পুতিনকে বার্তা দিয়েছেন ট্রাম্প। যে যুদ্ধ সেই ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলে আসছে। সূত্র উদ্ধৃত করে সপ্তাহকয়েক আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে যুদ্ধ শুরু হওয়া থেকে প্রায় ১০ লাখ ইউক্রেনীয় এবং রাশিয়ানের মৃত্যু হয়েছে বা আহত হয়েছেন।
আর সেই পরিস্থিতিতে তিনি যে শান্তির পথে হাঁটবেন, তা ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যখন প্রচার চালাচ্🌃ছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে ভোটে জিতলেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তাঁদের আলোচনার টেবিলে বসতে বলবেন। সেইসঙ্গে জেলেনস্কিকেও চরম কটাক্ষ করেছি💮লেন ট্রাম্প।
‘ইতিহাসের সেরা সেলসম্যান হলেন জেলেনস্কি’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-পর্বে ট্রাম্প বলেছিলেন, ‘জেলেনস্কিকে এখানে দেখলাম। আমার মতে, ইতিহাসের সেরা সেলসম্য𓃲ান হলেন জেল🔥েনস্কি। যখনই (আমাদের) দেশে আসে, তখনই ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। বিলিয়ন!! ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। উনি চান যে ওঁরা (জো বাইডেন বা কমলা হ্যারিসরা) নির্বাচনে জিতে যান। কিন্তু আমি আলাদাভাবে কাজ করব।’
'নির্বাচনে জিতলেই ফোন করব পুতিন ও জেলেনস্কিকে'
নিজের𝐆 কাজের ‘টেকনিকꦜ’ ব্যাখ্যা করে ট্রাম্প বলেছিলেন, 'আমি শান্তি ফেরানোর চেষ্টা করব। আমি যদি এই নির্বাচনে জিতি, তাহলে নব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেই আমি প্রথম যে কাজটা করব, সেটা হল যে জেলেনস্কিকে ফোন করব এবং প্রেসিডেন্ট পুতিনকে ফোন করব। আর বলব যে আপনাদের একটা চুক্তি করতেই হবে। এটা অভাবনীয়।'
‘ট্রাম্পের সঙ্গে কথা বলতে তৈরি’
আর সেই প্রতিশ্রুতি মতোই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। যে ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার সোচি থেকে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি পুতিন বলেন যে তিনি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিল🌃ে বসতে রাজি আছেন।