𒀰 ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন শুল্কের আশঙ্কায় উদ্বেগে ভারতের বণিকমহল। এই আবহে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী সরকার সূত্রের খবর, দ্বিপাক্ষিক আলোচনার ‘টার্মস অফ রেফারেন্স’ তৈরি করা হয়েছে। সেখানে নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্কের হার কমাতে দু’পক্ষই সম্মত হয়েছে। তা সত্ত্বেও ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ꦺআরও পড়ুন-Top Mumbai cop: তেলঙ্গানায় দুর্ঘটনায় মৃত্যু মুম্বই পুলিশের ডিসিপি-র! দানা বাঁধছে রহস্য
💜চার দিন ধরে দর কষাকষি চলছিল। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধিরা দাবি তুলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ি, ওয়াইন, পেট্রোপণ্য থেকে আপেল, আমন্ড, ক্র্যানবেরির উপরে শুল্ক কমাক ভারত। অন্যদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রকের কর্তারা জানান, নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যেই বাইক থেকে হুইস্কিতে শুল্ক কমিয়েছে। ভারতের কৃষক ও ছোট-মাঝারি শিল্পের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যেখানে সম্ভব, সেখানে আরও শুল্ক কমানো হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভারতের বস্ত্র, গয়না-অলঙ্কারের জন্য আরও বেশি করে বাজার খুলে দিতে হবে। দর কষাকষির শেষে শনিবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, 'এবার বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে বিশেষজ্ঞরা ভার্চুয়াল বৈঠক শুরু করবেন। যাতে চলতি বছরের হেমন্ত বা সেপ্টেম্বর-অক্টোবরেই বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত হতে পারে। চার দিনের বৈঠকে দু’দেশের স্বার্থের জন্য শুল্ক কমানো, বাজার খুলে দেওয়া, শুল্ক ছাড়া বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য বাধা তুলে দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।’ ইতিমধ্যে বিদেশসচিব বিক্রম মিশ্রিও শুক্রবার মার্কিন উপ-বাণিজ্য সচিব ক্রিস্টোফার ল্যান্ডোউয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ফোনে আলোচনা করেছেন। ক্রিস্টোফার বিক্রমকে ভারতের বেআইনি অনুপ্রবেশ নিয়ে সদর্থক অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
🍷আরও পড়ুন-Top Mumbai cop: তেলঙ্গানায় দুর্ঘটনায় মৃত্যু মুম্বই পুলিশের ডিসিপি-র! দানা বাঁধছে রহস্য
ꩲচার দিনের এই বৈঠকের পরে কেন্দ্রীয় সরকার মনে করছে, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভাল ভাবেই এগোচ্ছে। সেই অগ্রগতির ভিত্তিতেই এবার ট্রাম্প প্রশাসনের উচিত, চড়া শুল্ক থেকে ভারতকে রেহাই দেওয়া।মোদী সরকারের এই প্রত্যাশা উস্কে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তাঁর ভাল বন্ধু নরেন্দ্র মোদী ‘খুবই স্মার্ট’। তাই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভাল ভাবেই শেষ হবে। ট্রাম্প অবশ্য একই সঙ্গে খোঁচা দিয়ে জানিয়েছেন, ভারত মার্কিন পণ্যে চড়া শুল্ক চাপায়। যার প্রেক্ষিতেই তিনি ভারতের মতো দেশগুলির উপরে ২ এপ্রিল থেকে পাল্টা চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন।