আরিয়ান প্রকাশ
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএম সিদ্ধারামাইয়ার দাবিকে ঘিরে তীব্র কটাক্ষ করলেন। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএম সিদ্ধারামাইয়া দাবি করেছিলেন, কর্নাটকের ৩১জন সুদানꦍে আটকে রয়েছেন। যে সুদান বর্তমানে গৃহযুদ্ধে বিধ্বস্ত। এনিয়ে দেশ কিছু করছে না। এনিয়ে কেন্দ্রের🦄 বিদেশমন্ত্রী টুইট করে জানিয়েছেন, জীবন সংকটে রয়েছে সেখানে। সেখানে আপনি রাজনীতি করবেন না। ১৪ এপ্রিল থেকে যুদ্ধ শুরু হয়েছে। সুদানে ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় দূতাবাস সবসময় যোগাযোগ রাখছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে তাদের বিস্তারিত বিবরণ, তাদের অবস্𒀰থান আমরা জানাচ্ছি না। তাদের যাতায়াতের গতিবিধির উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটা জটিল সুরক্ষা সংক্রান্ত সমস্যা তৈরি হ๊য়েছে। দূতাবাস এনিয়ে মন্ত্রকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে।
মন্ত্রী জানিয়েছিলেন, গোটা পরিস্থিতিটাকে এভাবে রাজনীতিকরণ করাটা একেবারে ঠিক নয়। এভাবে ভারতীয় নাগরিকদের বিদেশে বিপন্নতার মধ্যে ফেলে 🐼র💖াজনৈতিক লক্ষ্য পূরণ করা ঠিক নয়।
এদিকে এর আগে কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী একটি টুইটে আগেই দাবি করেছিলেন, হাক্কি, পিক্কি ট্রাই✨বের ৩১জন সদস্য সুদানে আটকে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী🌞, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিরাপদে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করার আবেদন করেন।
কংগ্রেসের ওই নেতার দাবি, সুদানের হাক্কি পিক্কিরা গত কয়েকদিন ধরে খাবার ছাড়া অপেক্ষা করছেন। কিন্তু তাদের ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে সরকার এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সরকারের অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেওꦅয়া দরকার বলেও মন্ত🐷ব্য করেছিলেন তিনি।
সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, আমর♎া একজন ভারতীয়কে হারিয়েছি। তাদের পরিবারের প্রতি আমাদের꧟ সমবেদনা রয়েছে।
এদিকে আলবার্ট অগাস্টিন নামে এক ভারতীয়র মৃত্যু হয় সুদা𝓰নে। অভ্য়ন্তরীন যুদ্ধে গুলি বিনিময় হচ্ছিল। সেই সময় ওই ভারতীয়র মৃত্যু হয়। একটি আফ্রিকান কোম্পানিতে তিনি কাজ করতেন। সেই ব্যক্তির মৃত্যুর কথাও তুলে ধরেছেন তিনি। এদিকে দিন চারেক ধরে এই অভ্যন্তরীন যুদ্ধ শুরু হয়েছে।