সন্দেহজনক ড্রোনকে নামিয়ে ফেলল রাশিয়ার বাহিไনী। মঙ্গলবার রাশিয়ার রাজধানী শহর মস্কোর কাছে এই ড্রোন হানার চেষ্টা করা হচ্ছিল বলে খবর। তবে মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, এই ঘটনায় হতাহতের ক💃োনও খবর নেই। ভনুকোভো ও ডোমোদেদেভো এয়ারপোর্ট এই খবর পাওয়ার পরেই উড়ান নিয়ন্ত্রণ করে দেয়। ইন্টারফ্লাক্স নিউজ এজেন্সির খবর, মস্কোর অপর এয়ারপোর্ট ঝুকোভোস্কি এয়ারপোর্টেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়েছে।
RIA নিউজ এজেন্সি জানিয়েছে,বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে এর আগে ইউক্রেনে ড্♑রোন হামলার অভিযোগ উঠেছিল। অন্য়দিকে রাশিয়ায় মধ্য়ে ড্রোন হামলা নিয়ে এর আগে কোনও মন্তব্য় করতে চায়নি কিভ।
তবে এবার মস্কোয় ড্রোন হানার সম্ভাবনা ছিল൩ বলে খবর। তবে তার জেরে দ্রুত বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়। কারণ ড্রোন হানায় বিমান চলাচলে সমস্য়া হতে পারে। সেকারণে কোনও বিমান যাতে ক্ষত♕িগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।
এদিকে এর আগে জুন মাসে মস্কোর দিকে তিনটি ড্রোনের ঘোরাফেরা 🐬লক্ষ্য করা গিয়েছিল। এই তথ্য উঠে এসেছিল রাশিয়ার সংবাদমাধ্যমের তরফে। তিনটি ড্রোনের মধ্যে একটি দেখা গিয়েছিল প্রতিবেশী কালুগা এলাক𒅌ায়। প্রাথমিক খবরে জানা গিয়েছে, তিনটি ড্রোন ভিন্ন সময়ে রাশিয়ার মস্কোর দিকে যাচ্ছিল। রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছিলেন, ঘটনা ‘সন্ত্রাসমূলক’। যদিও ড্রোনকে নুকোভো বিমানবন্দরের কাছে গুলি করে নামানো হয়।
প্রসঙ্গত, একটি ড্রোন ছিল কালুগা এলাকায়। যা মস্কোর সীমান্ত এলাকা বলে জানা যায়। এছাড়𝓰াও মস্কো থেকে ৬৩ কিলোমিটার পশ্চিমে কুবিনকা শহরের এলাকায় আরেকটি ড্রোন গুলি কর𒊎ে নামানো হয়েছিল যেখানে একটি রাশিয়ান বিমান ঘাঁটিও রয়েছে। গোটা ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও, এই ড্রোন ঘিরে মস্কোর আঙুল উঠেছে ইউক্রেনের দিকে।