রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হল। ডান ❀দিকের চোখে ছানি অপারেশন হয় ভারতের রাষ্ট্রপতির। রবিবার কমান্ড হাসপাতালে তাঁর চিকিৎসা হয় বলে জানা গিয়েছে। এদিনই সফলভাবে তাঁর ডান চোখের ছানি অপারেশন হয়। রাষ্ট্রপতি ভবনসূত্রে একথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মুর ডান দিকের চোখে এদিন সফলভাবে সম্পন্ন হয়েছে ছানি কাটানোর অপারেশন। এর আগে গত অক্টোবর মাসের ১৬ তারিখ দ্রৌপদী মুর্মুর ছানি অপারেশন হয় বাঁ দিকের চোখের। এক মাসের মধ্যেই অন্য চোখটিরও অপারেশন সম্পন্ন হল। সেবারও পদাধীকার বলে দ্রৌপদ মুর্মুর অপারেশন সেনার কমান্ড হাসপাতাল সূত্রে 🎶হয়। ৬৪ বছর বয়সী ভারতের এই রাষ্ট্রপতি এর আগে নানান পদে আসীন ছিলেন। এককালে শিক্ষকতাই ছিল তাঁর। পরবর্তীকালে রাজ্যপালের পদেও আসীন ছিলেন তিনি। পরে ২০২২ সালে রাইসিনা হিলসের দুর্দান্ত লড়াইয়ে, যশবন্ত সিনহাকে হারিয়ে তিনি জয়ী হন রাষ্ট্রপতি নির্বাচনে। গত ২৫ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি পদে যোগ দিয়ে শপথ পাঠ করেন।
উল্লেখ্য, ১৯৫৮ সালের ২০ জুন এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার রাইরাংপুরের উপবেড়া গ্রামে ছিল তাঁদের বসবাস। তাঁর বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন পেশায় কৃষক। ছোটবেলায় তাঁর নাম ছিল পুটি টুডু। পরবর্তীকালে এক শিক্ষক তাঁর সেই নাম পাল্টে রাখেন দ্রৌপদী। ৫ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ভুবনেশ্বরে বসবাস শুরু করেন দ্রৌ⛦পদী মুর্মু। পরবর্তীকালে তিনি স্নাতক হন রমা দেবী কলেজ থেকে বিএ পাশ করে। পরবর্তীকালে বিয়ে এবং তৎপরবর্তীতে দুই সন্তান আসে দ্রৌপদীদের জীবনে। এরপরই বিভিন্ন নেচিবাচক ঘটনার মাঝেই নিজের জীবনসফরের লড়াই শুরু করেন দ্রৌপদী মুর্মু। ধিরে ধিরে এগোন রাজনীতির দরবারে।