অনেক সময়ই জানা যায়, দুর্নীতিতে অভিযুক্ত অমুক নেতাকে ১০ ঘণ্টা ধরে জেরা করেছে ইডি, অমুক অভিযুক্তের বাড়িতে গভীর রাত পর্যন্ত তল্লাশি ও জেরা চালিয়েছে ইডি... তবে এবার এভাবে ঘণ্টার পর ঘণ্টা কোনও অভিযুক্তকে ইডি অফিসে বসিয়ে রাখা বা 'অপার্থিব সময়ে' জেরার বিষয়টি বন্ধ হতে চলেছে। বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ কোনও ব্যক্তির বয়ান অফিস টাইমের মধ্যেই রেকর্ড করতে হবে বলে ইডি আধিকারিকদের অভ্যন্তরীণ ভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বম্বে হাই কোর্টে এক ব্যক্তি মামলা দায়ের করে অভিযোগ করেছিলেন, তাঁকে সারা রাত আটক করে রেখে জেরা করেছিল ইডি। সেই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাই কোর্ট ইডি-কে নির্দেশ দিয়েছিল যাতে এই ইস্যুতে অফিসারদের একটি সার্কুলার জারি করা হয়। উচ্চ আদালতের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল গত এপ্রিল মাসে। আর ইডি শেষ পর্যন্ত ১১ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। (আরও পড়ুন: খলিস্তানি জঙ্গি হত্যার ছকের জেরে কি ভারতীয় কূটনীতিকদ✃ের বহিষ্কার করেছে🌳 USA?)
আরও পড়ুন: 'আমি বলেছিলাম যে শাহ জড়🍒িত', খলিস্তা𒐪নি ইস্যুতে কানাডার মন্ত্রীর বিস্ফোরক বয়ান
উল্লেখ্য, ৬৪ বছর বয়সি এক ব্যবসায়ী বম্বে হাই কোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, সংবিধানের ২১ নং ধারার অধীনে তাঁর 'ঘুমানোর অধিকার' কেড়ে নিয়েছিল ইডি। সাররাত তাঁকে আটক করে রেখে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। পরে সেই ব্যবসায়ী গ্রেফতারও হয়েছিলেন। সেই মামলা উঠেছিল বিচারপতি পৃথিবীরাজ কে চহ্বান এবং রেভতি মোহিতে দেরের বেঞ্চে। ব্যবয়াসীর গ্রেফতারিতে হস্তক্ষেপ না করলেও ইডিকে আদালত নির্দেশ দেয়, পিএমএলএ-র ৫০ নং ধারা অনুযায়ী বয়ান রেকর্ডের 💃সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হোক। এই মর্মে নিজেদের ওয়েবসাইট এবং এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তিও জারি করতে বলা হয়েছিল ইডিকে।
এদিকে গত ২১ সেপ্টেম্বর এই একই ইস্যু উত্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্টে। এক মামলা চলাকালীন ইডিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন শীর্ষ আদালতের বিচারপতি। বলা হয়, কোনও ব্যক্তিকে স্বল্প নোটিশে তলব করে তাঁকে সারা রাত﷽ জাগিয়ে রেখে পরের দিন গ্রেফতার কর 'ক্ষমার যোগ্য' নয়। এই সংক্রান্ত মামলাটি করেছিলেন ছত্তিশগড়ের এক প্রাক্তন আইপিএস অফিসার। এই নিয়ে জাস্টিস অভয় ওকা এবং জাস্টিস অগস্টিন জর্জ মাসিহের বেঞ্চ বলেন, 'সংবিধানের ২১ নং ধারা বলে একটি বিষয় আছে। সারা রাত ধরে একজনকে আপনারা জেরা করছেন আর তার পরের দিন তাকে আপনারা কাস্টডিতে নিচ্ছেন। এটা কোনও ভাবেই ক্ষমার যোগ্য নয়।' সেই সময় শীর্ষ আদালতও নির্দেশ দেয়, কোনও ব্যক্তিকে তলব করা হলে অফিসারদের আগের থেকেই প্রশ্নমালা নিয়ে তৈরি থাকতে হবে। নির্দিষ্ট সময়তেই জেরা করতে হবে। এবং নির্দিষ্ট সময়ে কাউকে তলব করে সেই ব্যক্তিকে ঘণ্টার পর ঘণ্টা অফিসে অপেক্ষা করাতে পারে না ইডি। এটা নিশ্চিত করতে হবে যে সময়েই যেন জেরা করা হয়।